লঙ্কান প্রিমিয়ার লিগে হাইস্কোরিং ম্যাচে জাফনা কিংসের কাছে ৩০ রানে হেরেছে মোস্তাফিজুর রহমানের দল ডাম্বুলা সিক্সার্স।
প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২১৮ রানের পাহাড় গড়ে জাফনা। ওপেনার পাথুম নিশাঙ্কা একাই খেলেন ৫৩ বলে ৮৮ রানের ইনিংস। বিধ্বংসী ইনিংসে ৯টি চার আর ৩টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া আভিষ্কা ফার্নান্ডোর ব্যাট থেকে আসে ৩০ বলে ৫৭।
রানবন্যার ইনিংসে ৪ ওভারে ৩৯ রান দিয়ে ২টি উইকেট নেন মোস্তাফিজ। তিনি আউট করেন কুশল মেন্ডিস আর চারিথ আসালাঙ্কাকে।
জবাবে ওপেনার রিজা হেনড্রিকস ৫০ বলে ৯ চার আর ৩ ছক্কায় ৮০ রান করলেও এত লক্ষ্য রান তাড়া করতে পারেনি মোস্তাফিজদের জাফনা। ৮ উইকেটে ১৮৮ রানে থামে তাদের ইনিংস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।