আলোচনায় রনি তালুকদার। দুর্দান্ত ব্যাটিং কিংবা জাতীয় দলে পুনরায় ডাক পেয়ে নয়, বরং যুক্তরাষ্ট্রের পথে রওয়ানা দিয়েই গণমাধ্যমসহ ক্রিকেটপ্রেমীদের আলোচনায় এই ওপেনার। বাংলাদেশের মূল বিশ্বকাপ যাত্রা শুরুর ঠিক আগ মুহূর্তে হঠাৎ কেন যুক্তরাষ্ট্রের পথে উড়াল দিলেন রনি? এই প্রশ্ন অনেকেরই।
রনি এত আলোচনায় আসার অন্যতম আরেকটি কারণ বাংলাদেশের টপ-অর্ডারের ব্যর্থতা। সৌম্য, লিটন, শান্ত-কেউই নেই নিজেদের সেরা ফর্মে। আর তাই বিশ্বকাপের আয়োজক দেশে রনির যাত্রা দেখে অনেকেই ভেবেছিলো হয়তো টিম ম্যানেজমেন্ট থেকে কোনো সবুজ সংকেত পেয়েছেন তিনি। যদিও ব্যাপারটি তা নয়।
যুক্তরাষ্ট্র যাওয়ার কারণ দেশের একটি গণমাধ্যমকে রনি তালুকদার নিজেই জানিয়েছেন। ডানহাতি এই ওপেনার জানান, একান্তই ব্যক্তিগত কাজে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি। সম্ভব হলে মাঠে উপস্থিত থেকে টাইগারদের সমর্থন দেয়ার ইচ্ছেও প্রকাশ করেন রনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।