প্রিমিয়ার লিগ কবে শেষ হয়েছে, ভুলতে বসেছেন হকি খেলোয়াড়রা। ২০২১ সালের নভেম্বরের পর আর যে খেলাই হয়নি! মাঝে ২০২২ ও ২০২৩ সালে ফাইলবন্দী ছিল প্রিমিয়ার লিগ।
ফেডারেশন চেয়েছিল এশিয়ান গেমসের পরপর দলবদল কর ২০২৩ সালেই হকি মাঠে ফেরাতে। ফেডারেশন চাইলেইতো হবে না, লিগের দলবদল ও খেলার ভাগ্য নির্ধারক যে লিগের ক্লাবগুলোই। জাতীয় নির্বাচনের অজুহাতে বেশিরভাগ ক্লাব দলবদলে রাজী হয়নি। অবশেষে ক্লাবগুলোর সুমতি হয়েছে। শনিবার লিগ কমিটির সভায় ক্লাব প্রতিনিধিদের সম্মতিতে দলবদলের তারিখ নির্ধারণ করেছে লিগ কমিটি। শেষ পর্যন্ত ঠিক থাকবে কিনা সেটা পরের বিষয়, লিগ কমিটি ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি দলবদলের যে তারিখ নির্ধারণ করতে পেরেছে সেটাই বড় স্বস্তির খবর খেলোয়াড়দের জন্য।
নির্ধারিত সময়ে দলবদল হলে খেলা মাঠে ফেরাতে বেশি সময় নেবে না ফেডারেশন। ২০ ফেব্রুয়ারি শহীদ স্মৃতি হকি দিয়ে খেলা মাঠে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে সভায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।