এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ শেষে দেশে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জামাল ভূঁইয়া-তারিক কাজিদের বহনকারী বিমানটি।
তবে বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় ফেরেননি হামজা চৌধুরী, শমিত সোম, ফাহমিদুল ইসলামরা। হংকং চায়না থেকে ইংল্যান্ডের উদ্দেশে হামজা, কানাডার উদ্দেশে শমিত এবং ইতালির উদ্দেশে ফাহমিদুল রওনা দেবেন। বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মূলত বাড়তি ভ্রমণক্লান্তি এড়াতে এবং দ্রুত ক্লাবে যোগ দিতে হামজা হংকং থেকেই সরাসরি ইংল্যান্ডের বিমান ধরছেন। এর আগে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে ঢাকায় ফিরে ইংল্যান্ডে গেলেও এবার দূরত্ব বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন লেস্টার সিটির এই মিডফিল্ডার।
এদিকে হংকং চায়নার বিপক্ষে ম্যাচশেষে জামাল-তারিকদের বিশ্রামের সুযোগ মেলেনি বললেই চলে। মঙ্গলবার হংকং স্থানীয় সময় রাত ৮টায় ম্যাচ খেলার পর হোটেলে ফিরতে তাদের মধ্যরাত পেরিয়ে যায়। এরপর ঢাকার উদ্দেশে রওনা হতে ভোর ৪টার দিকেই ধরতে হয় বিমানবন্দরের পথ।
এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের মাঠে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ দল। একই দিন ভারতের বিপক্ষে ২-১ গোলে জয় পায় সিঙ্গাপুর। ফলে ‘সি’ গ্রুপ থেকে ভারত ও বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়। আগামী ১৮ নভেম্বর ঢাকায় নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
গত মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হারে হ্যাভিয়ের কাবরেরার দল। সবশেষ হংকং চায়নার বিপক্ষে ৪-৩ ব্যবধানে হারার পরই কার্যত দলটি খাদের কিনারায় চলে গিয়েছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।
