ঢাকাMonday , 15 July 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পেনের পর আর্জেন্টিনার টানা ত্রিমুকুট

Sahab Uddin
July 15, 2024 6:10 pm
Link Copied!

ভক্তদের মুখে যখন ইউরোপের ফুটবলের জয়জয়কার, তখন লাতিন ফুটবলের ঐতিহ্য ধরে রাখতে মোটেও পিছপা হয়নি আর্জেন্টিনা। বিশ্বকাপ এবং মহাদেশীয় প্রতিযোগিতায় আয়াতাকার মাঠে দারুণ শো দেখিয়ে যাচ্ছেন লিওনেল মেসির আকাশী-নীল জার্সি পরিহিত দল।

তিন বছরের মধ্যে ৩টি বড় শিরোপা জিতলো আর্জেন্টিনা। এর মধ্যে দুইবার কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জিতেছে তারা। যেই মেসি শিরোপার কাছে গিয়েও বারবার ব্যর্থ হয়েছিলেন, তিনি এখন ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রফির মালিকও হয়ে গেছেন।

২০২১ সালের আসরে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ১৫তম কোপা আমেরিকা শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার কলম্বিয়াকেও ম্যাচের একমাত্র গোলে হারিয়ে শিরোপা ধরে রাখলো লিওনেল মেসিরা। এতে কোপায় সর্বকালের সবচেয়ে সফল দলের তকমা পেয়েছে আলবিসেলেস্তারা। এটি আর্জেন্টিনার ১৬তম শিরোপা। এর আগে আর্জেন্টিনার সমান ১৫টি শিরোপা জিতেছিল উরুগুয়ে।

লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে উপরে নিচে কোপা আর মাঝখানে স্যান্ডউইচের মতো বিশ্বকাপ সহ মোট ৩টি শিরোপ জিতেছে আর্জেন্টিনা। অর্থাৎ ২০২১ সালে কোপা, ২০২২ সালে বিশ্বকাপ এরপর ২০২৪ সালে আবার কোপা জিতেছে আলবিসেলেস্তারা।

এর আগে একমাত্র পুরুষ দল হিসেবে দুটি মহাদেশীয় শিরোপা ও বিশ্বকাপ জিতেছিল স্পেন। ২০০৮ সালে ইউরো, ২০১০ সালে বিশ্বকাপ, এরপর ২০১২ সালে আবার ইউরো শিরোপা জিতেছিল স্প্যানিশরা।
এছাড়া ১৯৪৫-৪৭ সালের পর প্রথমবারের মতো টানা তিনটা শিরোপ জেতার রেকর্ড করেছে আর্জেন্টিনা। সেই সময়ে একটানা তিনটি কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আলবিসেলেস্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।