ঢাকাSunday , 20 October 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পিন ঘূর্ণিতে প্রোটিয়াবধ করতে চায় বাংলাদেশ

Sahab Uddin
October 20, 2024 9:37 pm
Link Copied!

সোমবার শুরু মিরপুর টেস্ট

সোমবার (২১ অক্টোবর) শুরু মিরপুর টেস্ট। প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের এগিয়ে রাখছেন অধিনায়ক নাজমুল শান্ত। জিততে চান ম্যাচ। গত এক দশকে উপমহাদেশে কোনো টেস্ট জিততে পারেনি প্রোটিয়ারা। সেটাও আশার নাম স্বাগতিকদের। স্পিনে আফ্রিকাকে কাবু করতে চায় বাংলাদেশ। সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।

স্পিনার লিটন দাস! অনুশীলনে উইকেটকিপার ব্যাটারের এমন বোলিং দেখে ধারণা করা যায় কেমন হচ্ছে ঢাকা টেস্টের উইকেট।

৯ বছর পর দক্ষিণ আফ্রিকাকে ঘরের মাঠে পাচ্ছে টিম বাংলাদেশ। স্পিন দিয়ে প্রোটিয়া বধের পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজমেন্ট। মেহেদি মিরাজ, তাইজুলের সঙ্গী হতে পারেন নাঈম হাসান অথবা আনক্যাপড হাসান মুরাদ।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত বলেন, আমার মনে হয় হাসান মুরাদের প্রথম শ্রেণীর রেকর্ড অসাধারণ। ও যেভাবে প্রথম শ্রেণীর ক্রিকেটে সবধরণের উইকেটে বোলিং করেছে খুবই ভালো করেছে। নাঈম ভালো করার পরেও বেশ কয়েকটা টেস্ট ম্যাচ খেলতে পারছিল না, টিম কম্বিনেশনের কারণে। তিন বা চারটা স্পিনার যে কম্বিনেশনেই যাই আমার মনে হয় সবাই যোগ্যতা সম্পন্ন।

ম্যাচ ডের আগে দীর্ঘক্ষণ অনুশীলনের ক্লান্তি নেয়নি ক্রিকেটাররা। বলা চলে বিশ্রাম পেয়েছে পেস ইউনিট। ২০১৪ সালের পর উপমহাদেশের টেস্ট জয়ের রেকর্ড নেই দক্ষিণ আফ্রিকার। সে পরিসংখ্যান আত্মবিশ্বাসের।

নাজমুল শান্ত আরও বলেন, আমি এটা বিশ্বাস করি অবশ্যই জেতা উচিত। দলটা খুব ভালো। যদি আমরা আমাদের প্ল্যান ভালোভাবে এক্সিকিউট করতে পারি, আমাদের প্রসেসের মধ্যে থাকতে পারি, তাহলে আশা করি অবশ্যই রেজাল্ট ভিন্ন হবে।

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম বলেন, সাকিব ছাড়াও বাংলাদেশ দল যথেষ্ঠ শক্তিশালী। আমাদের দলে তরুণ ক্রিকেটারের সংখ্যা বেশি। এ কন্ডিশনে খেলা সহজ না হলেও, ভালো প্রস্তুতি নিয়েছি।
অবশ্য বনেদী ফরম্যাটে ১৪ মুখোমুখিতে কখনো জিততে পারেনি বাংলাদেশ। তাই নতুন হেড ফিল সিমন্সের চ্যালেঞ্জ ইতিহাস বদলানোর।

বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, নতুন কোচ যখন এসেছে এখন পর্যন্ত খুব পরিকল্পনা দেয়নি। কারণ উনি নতুন মানুষ বোঝার চেষ্টা করছেন। অধিনায়ক হিসেবে আমি জানি যে, কি করতে চাই। আমাদের দলটা কিভাবে খেলতে চাই।

টেস্ট আবহের মাঝেও প্রশ্ন উঠেছে বরখাস্ত হওয়ার হাথুরুর ইস্যুতে। ২০২৩ বিশ্বকাপে কোন ক্রিকেটারের সঙ্গে বাজে আচরণের তথ্য জানা নেই নাজমুল শান্তর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।