সাকিব আল হাসানকে বলা হয় বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে গত ১৮ বছরে নিয়মিত পারফর্ম করে দলকে এনে দিয়েছেন অনেক আনন্দের উপলক্ষ্য। তবে মাঠে নিজের পারফরম্যান্সের জন্য যতটা আলোচিত সাকিব, ততটাই আলোচিত তার বিতর্কিত অনেক কর্মকাণ্ডের জন্য। এমনই এক বিতর্কিত কর্মকাণ্ড দেখা গেছে ২০২১ সালের ঢাকা প্রিমিয়ার লিগে।
২০২১ সালের ডিপিএলে মোহামেডানের হয়ে খেলেছিলেন সাকিব। সেবার আবাহনীর বিপক্ষে একটি ম্যাচে আম্পায়ারের ওপর ক্ষুব্ধ হয়ে স্টাম্পে লাথি মেরেছিলেন তারকা এই ক্রিকেটার। সেসময় এই ঘটনা ক্রিকেটাঙ্গনে জন্ম দিয়েছিল তুমুল সমালোচনার। ৩ বছর পর এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন সাকিব।
সম্প্রতি দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে দেয়া সাক্ষাৎকারে ওই ঘটনা নিয়ে সাকিব বলেন, ‘যেটা হয়েছে (স্টাম্পে লা’থি মারা) অবশ্যই আইডিয়াল কিছু না, না হওয়াই উচিত ছিল। তবে একদম হিট অব দ্য মোমেন্ট। কোনো কিছু চিন্তা করে না, কোনো ইয়ে.. থেকে না। আম্পায়ার যখন আউট দেয়নি, আমি তো আপিল করেছিলাম। নরমালি মাটিতে কিক করি আমি মাঝে মাঝে। সামনের ওপর স্টাম্পটা পড়ছে। স্টাম্প থেকে দূরে থাকলে মাটিতেই কিকটা হত, স্টাম্পে লেগে গেছে। জিনিসটা এমনই, এখন দেখলে হাসিই আসে।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে অনেক বড় ইস্যু সাকিব এবং তামিম ইকবালের দ্বন্দ্ব। গত বিশ্বকাপের আগে দুই তারকা ক্রিকেটারের পাল্টাপাল্টি কাঁদা ছোড়াছুড়িতে বিষয়টি সবার সামনে উঠে আসে। অথচ এক সময় খুব ভালো বন্ধু ছিলেন সাকিব এবং তামিম। সেই বন্ধুত্ব থেকে দূরত্ব কিভাবে তৈরি হলো, সেই বিষয়েও কথা বলেছেন এই অলরাউন্ডার।
তামিমের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে সাকিব বলেন, ‘আমাদের একসময় যে সম্পর্কটা ছিল, সারাক্ষণ একসঙ্গে থাকতাম, ওই সম্পর্কটা অনেক দিন ধরেই ছিল না। আমি বিয়ে করলাম। সে বিয়ে করল। দুজনের বাসা আলাদা, আলাদা জায়গায় হওয়াতে এভাবে সময়টা অনেক কমে যায়।’
তিনি যোগ করেন, ‘স্বাভাবিকভাবেই ওই (পূর্বের) টানটা ধীরে ধীরে কমতে থাকে। মানুষের আলাদা জীবন চলে আসে। আলাদা পারিবারিক জীবন। এই ব্যস্ততাগুলোর সঙ্গে ধীরে ধীরে সময়টাও পাল্টে যেতে শুরু করে।’
নতুন বাস্তবতায় তাদের সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে সে সম্পর্কে সাকিব বলেন, ‘তারপর যেটা হয়েছে, মাঠে দেখা হলে যখন কোনো প্রয়োজন হতো, তখনই কথা হতো। এর থেকে খুব বেশি যে কথা বলার দরকারও ছিল, আমার কাছে সেটা মনে হয় না।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।