ঢাকাSunday , 1 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্কুল ক্রিকেটে ঢেলে সাজানোর পরিকল্পনা বুলবুলের

BDKL DESK
June 1, 2025 9:51 pm
Link Copied!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার পরপরই ক্রিকেট কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিলেন। জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানালেন, স্কুল ক্রিকেটকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে তার, যা ভবিষ্যতে জাতীয় দলের পারফরম্যান্সেও প্রভাব ফেলবে।

বুলবুল বলেন, ‘আমরা স্কুল ক্রিকেটকে নতুন করে সাজাব। তখন অটোমেটিক জাতীয় দলের পারফরম্যান্সও ভালো হবে। অ্যাভেইলেবল ভালো খেলোয়াড় বা হাইপারফরম্যান্স খেলোয়াড় বেশি থাকবে আমাদের কাছে।’

ক্রিকেটকে রাজধানীকেন্দ্রিক রাখার প্রবণতা ভেঙে বিকেন্দ্রীকরণ করার পরিকল্পনাকে প্রাধান্য দিচ্ছেন নতুন সভাপতি। বুলবুল বলেন, ‘আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য হচ্ছে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করা। একজন ছেলে যেন গ্রাম থেকে খেলে খেলে বিভাগ পর্যন্ত আসতে পারে—সেই রাস্তাটা পরিষ্কার করছি।’

তিনি জানান, ক্রীড়া উপদেষ্টাও এই চিন্তাধারায় সহমত পোষণ করেছেন। এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের অন্যান্য বিভাগকে সঙ্গে নিয়ে ফ্যাসিলিটি ডেভলপমেন্টে কাজ করতে চান তারা। এর অংশ হিসেবে একটি চার্টার তৈরি করা হয়েছে, যাতে সরকারের পক্ষ থেকে পূর্ণ সমর্থনও মিলেছে।

বুলবুল জানান, সরকার থেকে তারা যেমন দিকনির্দেশনা পেয়েছেন, তেমন সহযোগিতাও পাচ্ছেন—যা নতুন বোর্ড পরিচালনার জন্য আশাব্যঞ্জক। ‘আমি অনেক খুশি, যে পরিমাণ সাহায্য এবং দিকনির্দেশনা আমরা পাচ্ছি… বাংলাদেশ সরকার আমাদের যেভাবে উৎসাহ দিচ্ছে, তা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে,’ বলেন তিনি।

বুলবুল চান, তৃণমূল থেকেই প্রতিভাবান খেলোয়াড় উঠে আসুক, যারা ভবিষ্যতে জাতীয় দলের স্তম্ভ হয়ে উঠবে। সেই লক্ষ্যেই স্কুল ক্রিকেট, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে উন্নয়ন কর্মসূচি হাতে নেওয়া হবে বলে জানান তিনি।

নতুন সভাপতির এই কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ ক্রিকেটের ভিত্তি মজবুত হওয়ার পাশাপাশি, জাতীয় দলের দীর্ঘমেয়াদি সাফল্যের পথ খুলে যেতে পারে—এমনটাই আশাবাদ ক্রিকেটপ্রেমীদের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।