ঢাকাWednesday , 19 March 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্কুল ক্রিকেটে আলোড়ন তোলা দুই কিশোরকে বিশেষ উপহার দেবেন লিটন

BDKL DESK
March 19, 2025 5:36 pm
Link Copied!

একজনের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৪০৪ রান। আরেকজন ব্যাট হাতে ২৫৬ রানের অপরাজিত ইনিংস খেলার পর বল হাতে পেয়েছেন ৪ উইকেটের দেখা। অবিশ্বাস্য কীর্তি গড়ে দেশের ক্রিকেটে আলোড়ন তুলেছেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের দুই শিক্ষার্থী মুস্তাকিম হাওলাদার ও সাদ পারভেজ। এই দুই প্রতিভাবান কিশোরকে বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন টাইগার লিটন দাস।
মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে সেন্ট গ্রেগরি হাইস্কুলের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ৭৭০ রান করে ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ। জবাবে খেলতে নেমে ১১.৪ ওভারের মধ্যে মাত্র ৩২ রানে অলআউট হয়ে যায় সেন্ট গ্রেগরি হাই স্কুল। ফলে ৭৩৮ রানের বিশাল জয় পায় ক্যামব্রিয়ান।

ম্যাচে ওপেনিংয়ে নেমে ১৭০ বলে ৫০ চার ও ২২ ছক্কায় অপরাজিত ৪০৪ রানের এক অতিমানবীয় ইনিংস খেলেন মুস্তাকিম। যা বাংলাদেশের স্বীকৃত ক্রিকেটে কোনো ব্যাটসম্যানের ৪০০ রানের ঘটনা এটাই প্রথম। তার সতীর্থ সাদ ৩২ চার ও ১৩টি ছক্কায় ১২৪ বলে ২৫৬ রানের ইনিংস খেলেন। ৭১ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে এই দুজনের জুটি শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন ছিল ৬৯৯ রানে।

দুর্দান্ত এই দুই কিশোরের ব্যাটিংশৈলীতে পুরো দেশের অনেকের মতো মুগ্ধ হয়েছেন লিটন। জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটার সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে দুই কিশোরের প্রশংসা করে তাদের উপহার দেয়ার কথা জানান। ফেসবুকে লিটন লিখেছেন, ‘স্কুল ক্রিকেটে তরুণ ক্রিকেটারদের সাফল্য দেখতে দারুণ লাগছে! মুস্তাকিম হাওলাদারের ৪০৪ রান এবং সাদ পারভেজের ২৫৬ রান + ৪ উইকেট—এক কথায় অসাধারণ!’

তিনি আরও যোগ করেন, ‘এটা জানতে পেরে ভালো লাগছে, সাদের কাছে আমার ব্যাটিং ভালো লাগে। ভালোবাসার প্রতীক হিসেবে আমি মুস্তাকিম ও সাদ—দুজনকেই আমার দুই জোড়া গ্লাভস উপহার দেব। আশা করি, এটি তাদের স্বপ্নের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে এবং তারা আরও উজ্জ্বলভাবে আলো ছড়াবে!’

এই মুহূর্তে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়ে ব্যস্ত আছেন লিটন। আবাহনী লিমিটেড ছেড়ে এবার নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন তিনি। এদিকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) করাচি কিংসের হয়ে খেলার কথা রয়েছে তার। এনওসি বা অনাপত্তিপত্র পেলে দেখা যেতে পারে সেই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।