স্কটল্যান্ডের অর্ন্তবর্তীকালীন প্রধান কোচ হলেন ডাগ ওয়াটসন। আগামী মাসেই স্কটিশদের দায়িত্ব নেবেন তিনি।
আগামী ৩১ জুলাই পর্যন্ত দলটির মাস্টারমাইন্ড হিসেবে দেখা যাবে ৪৯ বছর বয়সী এই কোচকে। এর আগে কোনো জাতীয় দলকে কোচিং করানোর অভিজ্ঞতা নেই তার। তবে অকল্যান্ডের হেড অব পারফরম্যান্স হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
এই সময়ের মধ্যে তার অধীনে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফায়ারে খেলবে স্কটল্যান্ড। জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার জন্য।
তাছাড়া আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি ইউরোপ কোয়ালিফায়ারেও ওয়াটসনের অধীনে খেলবে স্কটল্যান্ড। দলকে মূল পর্বে নিয়ে যেতে কোচ হিসেবে বড় ভূমিকা থাকবে তার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।