এক দিনের বিশ্বকাপের সেমিফাইনালে কোন চারটি দল উঠবে? বেছে নিতে পারছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বাছলেন পাঁচটি দল। তাঁর মতে, আসন্ন বিশ্বকাপে বেশ কয়েকটি দল ভাল ফর্ম নিয়ে খেলতে নামবে। তাই চারটি দল বেছে নেওয়া তাঁর পক্ষে কঠিন।
এক সাক্ষাৎকারে সৌরভ জানান, ‘‘সেমিফাইনালের চার দল বেছে নেওয়া কঠিন। ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আছে। বড় প্রতিযোগিতায় নিউজ়িল্যান্ডকেও বাদ রাখা যায় না। তবে আমি পাঁচটা দল বাছব। পাকিস্তানকেও তালিকায় রাখব।’’ সৌরভ চান পাকিস্তান সেমিফাইনালে উঠুক ও ভারতের সামনে পড়ুক। তা হলে কোলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হবে। ইডেন সৌরভের ঘরের মাঠ। তাই সেখানেই বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ হোক, সেটাই চাইছেন তিনি। সৌরভ বলেন, ‘‘আমি চাই ভারত-পাকিস্তান সেমিফাইনাল হোক। তা হলে ইডেনে খেলা হবে।’’
সৌরভ জানেন, দেশের মাটিতে বিশ্বকাপ হওয়ায় প্রত্যাশার চাপ থাকবে ভারতীয় ক্রিকেটারদের উপর। চাপের মধ্যেই ভালো খেলতে হবে তাদের। সৌরভ বলেন, ‘‘চাপ তো থাকবেই। শেষ বিশ্বকাপে রোহিত শর্মা পাঁচটা শতরান করেছিল। এ বার ও অধিনায়ক। ওর উপরেও চাপ থাকবে। ভারতীয় ক্রিকেটারেরা সেটা ভাল ভাবেই জানে। আমি নিশ্চিত চাপ সামলানোর কোনও একটা উপায় বার করবে ওরা।’’
দলের কোচ রাহুল দ্রাবিড়ের উপর ভরসা আছে সৌরভ গাঙ্গুলির। তিনি আশাবাদী, এবার দ্রাবিড়ের কোচিংয়ে ভালো খেলবে ভারত। সৌরভ বলেন, ‘‘দ্রাবিড় এখন দলের প্রধান কোচ। ও জানে, ক্রিকেটারদের কোন চাপ নিয়ে খেলতে হয়। সেই চাপ সামলে কীভাবে ভালো খেলতে হয় সেটা দ্রাবিড়ের থেকে ভাল কেউ বুঝিয়ে দিতে পারবে না। আমি আশাবাদী, দেশের মাটিতে ভারত ভালো খেলবে।’’
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে বিশ্বকাপ। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। গ্রুপ পর্বে ১৫ অক্টোবর আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। সেই ম্যাচের দিকে তাকিয়ে আছে সবাই।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।