ঢাকাSunday , 17 December 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সৌম্যকে দলে নেওয়ার কারণ জানালেন শান্ত

Sahab Uddin
December 17, 2023 12:34 am
Link Copied!

নিউজিল্যান্ডের মাটিতে সর্বসাকুল্যে জয় বলতে সেই মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়টাই। এখন পর্যন্ত সাদা বলে নিউজিল্যান্ডের মাটিতে জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। আরও একবার সাদা বলের সিরিজ খেলতে দেশটিতে সফর করছে বাংলাদেশ দল। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়া খেলতে যাওয়া দলে চমক হয়ে আছেন সৌম্য সরকার। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজের জন্য ডাক পাওয়া সৌম্যকে পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ মনে করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

রোববার (১৭ ডিসেম্বর) ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচের আগে আলোচনায় এসেছিল সৌম্য সরকারের নামও। অনেকটা হঠাৎ করেই দলে ডাক পেয়েছেন সৌম্য। অনেকের মতে নিউজিল্যান্ডের মাটিতে অতীতের ভালো রেকর্ডের জন্যই ডাক পেয়েছেন এই মারকুটে বাঁহাতি ব্যাটার। তবে শান্ত বলছেন ভিন্ন কথা। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তার ভূমিকা পালনের জন্যই ডাক পেয়েছেন এই বাঁহাতি।

এদিন সংবাদ সম্মেলনে সৌম্যর বিষয়টি সামনে আসতেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আলাদা কোনো ক্রিকেটারকে নিয়ে কথা বলতে চাই না। সৌম্যর ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ। উনার বোলিংটা খুব গুরুত্বপূর্ণ ব্যাটিংয়ের সাথে যেহেতু সাকিব (আল হাসান) ভাই নাই। ব্যাটিংয়ের সাথে বোলিংটাও গুরুত্বপূর্ণ আমার মনে হয়। এসব বিবেচনায় নিয়েই টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা তাকে অন্তর্ভূক্ত করেছেন সাথে তো অভিজ্ঞতা আছেই।’

নিউজিল্যান্ডের মাটিতে কখনোই ওয়ানডেতে জয় পায়নি বাংলাদেশ। এমনকি প্রতিটি সিরিজেই হেরেছে বাজেভাবে। এবার ভালো করার জন্য ভালো শুরুর দিকেই বেশি জোর দিলেন শান্ত, ‘নির্ভর করছে আমরা ইনিংস কীভাবে শুরু করছি। ব্যাটিং হোক, বা বোলিং, আগে থেকেই অত বড় চিন্তা নেই। গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা ইনিংসটা কত ভালোভাবে শুরু করতে পারি। শুরুটা ভালো হবে সেভাবে আমরা মোমেন্টাম ধরে রাখতে পারলে অটোমেটিক একটা বড় স্কোর হবে।’

নিউজিল্যান্ডের মাটিতে জয় বলতে গত বছরের একদম শুরুতে মাউন্ট মঙ্গানুই টেস্টে পাওয়া জয়টিই। এর আগে পরে আর কোনো জয়ই পায়নি টাইগাররা। ওয়ানডে ও টি-টোয়েন্টিতেও এবার ভাগ্যটা বদলাতে চান শান্ত, ‘এর আগে কোনো দলই করতে পারেনি, তবে কোনো না কোনো দলকে তো করতে হবে। আমার মনে হয় এই দলের সেই সামর্থ্য আছে এবং সবাই বিশ্বাস করে এ বছর আমাদের ভিন্ন ফলাফল হবে ইনশাল্লাহ।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।