ঢাকাSaturday , 24 May 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সৌম্যকে টপকে টি-টোয়েন্টিতে লজ্জার রেকর্ড সাকিবের

BDKL DESK
May 24, 2025 6:16 pm
Link Copied!

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটি নতুন পরিসংখ্যান সংযুক্ত হয়েছে, তবে তা একেবারেই চাওয়ার মতো নয়। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বার ‘ডাক’ খাওয়ার বিব্রতকর রেকর্ড এখন সাকিব আল হাসানের দখলে। এতদিন এই রেকর্ডে শীর্ষে ছিলেন সৌম্য সরকার, যার নামের পাশে ছিল ৩১টি ডাক। কিন্তু পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে সেই রেকর্ডও ছাড়িয়ে গেছেন সাকিব।
লাহোর কালান্দার্সের হয়ে পিএসএলে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়ে সাকিব গড়েছেন ৩২ বার ডাক খাওয়ার ‘অবিস্মরণীয়’ কীর্তি। সর্বশেষ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাত্র দুই বল খেলেই টাইমাল মিলসের বলে ক্যাচ তুলে দেন সাকিব। সেই ম্যাচে বল হাতেও ছিলেন নিষ্প্রভ, তিন ওভারে দেন ২৭ রান, উইকেটশূন্য।

এর আগে পিএসএলে অভিষেক ম্যাচে আহমেদ দানিয়ালের করা প্রথম বলেই বোল্ড হয়ে সাজঘরে ফিরেছিলেন তিনি। বল হাতেও দুই ওভারে দেন ১৮ রান, উইকেট পাননি। দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের বিপক্ষে এক ওভারে ৪ রান দিয়ে একটি উইকেট নিলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি। তবে দলের পারফরম্যান্স তার চেয়ে ভিন্ন-লাহোর কালান্দার্স জায়গা করে নিয়েছে এবারের ফাইনালে।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ডাক খাওয়ার তালিকায় এখন সাকিব শীর্ষে (৩২), এরপর যথাক্রমে সৌম্য সরকার (৩১), ইমরুল কায়েস (২২), তামিম ইকবাল (২০) এবং মুশফিকুর রহিম (১৯)। আর বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে এই তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন (৪৮), এরপর রশিদ খান (৪৫), অ্যালেক্স হেলস (৪৪), গ্লেন ম্যাক্সওয়েল (৩৫), রাইলি রুশো ও পল স্টার্লিং (৩৩), এবং জেসন রয়ের (৩২) মতো নাম।

ব্যক্তিগত পারফরম্যান্সে ব্যর্থতার ধারা নিয়ে প্রশ্ন উঠেছে সাকিবের সাম্প্রতিক ফর্ম নিয়েও। এখন দেখার বিষয় এই দুঃসময় কাটিয়ে কবে নাগাদ পুরনো ছন্দে ফিরতে পারেন দেশসেরা এই অলরাউন্ডার। তবে আপাতত সৌম্য সরকার নিশ্চয়ই কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন, টি-টোয়েন্টির ‘ডাক’-এর বোঝাটা আর একা বইতে হচ্ছে না তাকে!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।