হামজা চৌধুরীর পাশাপাশি আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে নিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবল অঙ্গনে বেশ আলোচনা হচ্ছিল। ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া ক্যালসিওতে খেলা এই তরুণ মিডফিল্ডার জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার পছন্দের তালিকাতেও ছিলেন। ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের প্রাথমিক স্কোয়াডেও ডাক পেয়েছিলেন তিনি। তবে চূড়ান্ত ২৩ সদস্যের দলে জায়গা হয়নি তার।
মঙ্গলবার (১৮ মার্চ) সৌদি আরবের তায়েফে অনুশীলন ক্যাম্প শেষ করে বাংলাদেশ দল দেশে ফিরলেও ফাহমিদুল ঢাকায় ফেরেননি। তিনি ইতালিতে ফিরে গেছেন। জাতীয় দলে তার না থাকা প্রসঙ্গে কাবরেরা বলেন, ‘ফাহমিদুল ঢাকা আসেনি। সে সৌদিতে এক সপ্তাহ আমাদের সঙ্গে ছিল। সে মেধাবী খেলোয়াড়, তবে আরো কিছু সময় প্রয়োজন।’
জাতীয় দলে ডাক পাওয়ার পর অনুশীলনে ভালো পারফরম্যান্সের জন্য প্রশংসিত হয়েছিলেন ফাহমিদুল। তবে মাত্র এক সপ্তাহের অনুশীলনের পর তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়নি। এ প্রসঙ্গে কাবরেরা আরও বলেন, ‘সৌদির অনুশীলনটা দলের সবার সঙ্গে তার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সে ভালোও করেছে। তবে এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত। তার আরো সময় প্রয়োজন।’
অন্যদিকে, ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা চৌধুরীর ব্যাপারে বেশ আশাবাদী কাবরেরা। তিনি বলেন, ‘দলের সবাই তার সঙ্গে অনুশীলন করতে মুখিয়ে আছে। আমার সঙ্গে প্রতি সপ্তাহেই তার আলোচনা হয়েছে। এখন আমরা একসঙ্গে ভারতকে হারানোর পরিকল্পনা করব।’
উল্লেখ্য, ২০০৩ সালের পর থেকে বাংলাদেশ ভারতকে পরাজিত করতে পারেনি। তবে হামজার অন্তর্ভুক্তির ফলে এবার ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদী কোচ কাবরেরা। তিনি বলেন, ‘আমরা আগের যে কোনো সময়ের চেয়ে অবশ্যই শক্তিশালী। হামজা আসায় আমাদের স্পিরিট বেড়েছে।’
আগামী বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ দল শিলংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। আগামী ২৫ মার্চ সেখানে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।