চলমান বিশ্বকাপে একের পর এক চমক দেখাচ্ছে আফগানিস্তান। ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে তারা। এবার নেদারল্যান্ডসকে উড়িয়ে দিলো আফগানরা। ডাচদের ৭ উইকেটে হারিয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে থাকলো রশিদ-মুজিবরা। আগে ব্যাট করে আফগান স্পিন ও দুর্দান্ত ফিল্ডিংয়ে ১৭৯ রানেই গুটিয়ে যায় ডাচরা। জবাবে রহমত শাহ ও অধিনায়ক হাশমতউল্লাহ শহিদীর ফিফটিতে ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে আফগানিস্তান।
৭ ম্যাচে ৪ জয় আফগানিস্তানের, ৮ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সমান পয়েন্ট তাদের। নেট রান রেটে তারা অবস্থান করছে টেবিলের পঞ্চম স্থানে। আর ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ডাচদের সেমির স্বপ্ন প্রায় শেষ হয়ে গেছে।
১৮০ রানের লক্ষ্যে নেমে দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। লোগান ফন বিকের বলে উইকেটের পেছনে ধরা পড়ে ফেরেন ১০ রান করা রহমানউল্লাহ গুরবাজ। পরে ইব্রাহিমকে নিয়ে এগিয়ে যান রহমত শাহ। তাতে আফগান রানের চাকা ঘুরতে থাকে। ২০ রান করে ফিরে যান ইব্রাহিম। রহমত এবং শহিদীর জুটি আফগানিস্তানকে জয়ের দিকে নিতে থাকে। তৃতীয় উইকেটে এ দুই ব্যাটার ৭৪ রান যোগ করেন।
ফিফটি পাওয়ার পর রহমত ৫৪ বলে ৮ চারে ৫২ রান করে স্পিনার সাকিব জুলফিকারের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন। এরপর আর অঘটন ঘটেনি। আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে বাকি কাজ সারেন শহীদি। শেষ পর্যন্ত ১১১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় পায় আফগানরা। ৬ চারে ৫৬ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শহীদি। আর ৩১ রানে অপরাজিত থাকেন ওমরজাই। ডাচদের পক্ষে ফন বিক, ফন ডের মারউই ও জুলফিকার একটি করে উইকেট পান।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় ৩ রানেই ওয়েসলি বারেসির(১) উইকেট হারায় নেদারল্যান্ডস। দ্বিতীয় উইকেটে ম্যাক্স ও’ডাউডকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন কলিন অ্যাকারম্যান। বড় স্কোরের আভাস দেখানো এই জুটি ভাঙেন আজমতউল্লাহ ওমরজাই। তার দুর্দান্ত থ্রোতে রান আউট হন ম্যাক্স ও’ডাউড। ৪০ বলে ৯ চারে ৪২ রান করেন ডাচ ওপেনার। ২৯ রান এসেছে অ্যাকারম্যানের ব্যাট থেকে। এরপর সাইব্র্যান্ড এঙ্গেলব্রেথট একাই টেনেছেন ডাচদের ইনিংস। তিনি খেলেছেন সর্বোচ্চ ৮৬ বলে ৫৮ রানের ইনিংস। শেষদিকের ব্যাটারদের মধ্যে ভ্যান ডার মারউই ১১ ও ভ্যান মিকরিন ১০ রান করেছেন।
আরিয়ান দত্ত অপরাজিত ছিলেন ১০ রান করে। বাকিদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ডাচদের চার ব্যাটার ফিরেছেন রান আউট হয়ে। এ ছাড়া মোহাম্মদ নবী ৩টি, নূর আহমেদ দুটি ও মুজিব উর রহমান একটি উইকেট নেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।