বিশ্বকাপের ৪টি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। টানা ৩টি ম্যাচে হার, ১টিতে জয় নিয়ে এখনো সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে টাইগাররা। এমনটাই মনে করছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
এ কারণে অধিনায়ক সাকিব আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো কিছু করতে চান। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে শেষ চারে খেলার প্রত্যাশার কথাও জানিয়েছেন টাইগার দলপতি।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র জয় পেয়েছিল বাংলাদেশ। ৬ উইকেটের ব্যবধানে জয়ের কারণে পয়েন্ট তালিকায় এক ম্যাচে জেতা অন্য দলগুলোর চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে বাংলাদেশ। যে কারণেই মূলত স্বপ্ন দেখা।
পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান এখন সাত নম্বরে। সাত থেকে দশ নম্বরে থাকা চারটি দলই একটি করে ম্যাচ জিতেছে। যে কারণে সবারই পয়েন্ট ২। সেমিফাইনালে খেলতে হলে বাকি ৫টি ম্যাচই জিততে হবে সাকিবদের।
সেমিফাইনালে যাওয়ার প্রত্যাশা করে সাকিব বলেন, ‘ওই সম্ভাবনা তো এখনো আছে। আমরা না পারলেও অন্যরা আমাদের সহায়তা করছে। ওইরকম যদি হতেই থাকে, আর আমরা যদি নিজেদের একটু সহায়তা করতে পারি, স্বপ্ন সত্যিও হয়ে যেতে পারে। আপনি যদি দেখেন, এখনো খুব ভালো সুযোগ আছে আমাদের। এত তাড়াতাড়ি হতাশ হবেন না।’
তবে টানা তিন হারের দুঃখ ভুলে আগামীকাল ভালো কিছু করার কথাও জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে। বিশ্বকাপে আগের ম্যাচে জিতলেন না হারলেন, তাতে কিছু যায় আসে না। নির্দিষ্ট দিনে কে পারফর্ম করছে সেটিই ব্যাপার।’
‘স্বাভাবিকভাবেই অনেক ভালো খেলতে হবে, দক্ষিণ আফ্রিকা ৪টির ৩টি জিতেছে, ওরা অনেক ভালো অবস্থানে আছে। তবে যেটি বললাম, এটার মানে এই না যে সব শেষ। ৫টি ম্যাচ আছে, কাল অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। জিততে পারলে মোমেন্টাম পেয়ে যাব, খুবই ভালো অবস্থানে চলে আসব। যদিও খুব একটা ম্যাচ জিতিনি, তবে পয়েন্ট তালিকা দেখলে খুব একটা বাজে অবস্থায় নেই’- যোগ করেন সাকিব।
আগামীকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এবারের আসরে মাঠের পারফরম্যান্সের দিকে তাকালে বাংলাদেশের জয়ের সম্ভাবনা নেই বললেই চলে।
তবে গত বিশ্বকাপে প্রোটিয়াদের হারানোর সেই মুহূর্ত আত্মবিশ্বাস তৈরি করে দিয়েছে টাইগারদের মনে। ফলে মাঠে ঘটে যেতে পারে যেকোনো কিছু। এর আগে ২০০৭ বিশ্বকাপেও বাংলাদেশের সামনে হোঁচট খেয়েছিল প্রোটিয়ারা। সে হিসেবে আগামীকালের ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ার আশা করতেই পারে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।