ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে খেলছে নিউজিল্যান্ড। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বসে ম্যাচটি দেখার জন্যে এসেছেন ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যাম।
ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকারের সঙ্গে দেখা গেছে তাকে।
ম্যাচ শুরু হওয়ার আগে একসঙ্গে মাঠে নামেন তারা। পরে দেখা যায় দুই দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাচ্ছেন। মূলত ইউনিসেফের দূত হিসেবে ওয়াংখেড়েতে উপস্থিত আছেন বেকহ্যাম। ম্যাচটিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
এর আগে জাতীয় সঙ্গীতের সময় বেকহ্যাম এবং শচীনকে দেখা গেল বাউন্ডারিতে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। যদিও ইংল্যান্ড ক্রিকেট দলের বিশ্বকাপটা কেটেছে খারাপ, উঠতে পারেনি সেমিফাইনালে। তবে দেশটির এই ফুটবল লিজেন্ড ঠিকই এসেছেন; বিশ্বকাপের এই প্রথশ সেমিফাইনালে দেখার জন্য।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।