১৯তম এশিয়ান গেমসের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। প্রথমবার এশিয়ান গেমসে অংশ নিয়ে জায়গা করে নিয়েছেন সেরা ২৪-এ।
হ্যাংজু অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে হিটে তিনি সময় নেন ১০.৪৪ সেকেন্ড। পাঁচ নম্বর হিটের নয় নম্বর লেনে দৌড়ান তিনি। হয়েছেন তৃতীয়। তার হিটে ইন্দোনেশিয়া প্রথম ও কাতারের স্প্রিন্টার দ্বিতীয় হয়েছেন। পাঁচ হিট মিলে ইমরানের অবস্থান ১৭তম। সবগুলো হিট মিলে সেরা টাইমিং ১০.০৭ সেকেন্ড।
ফাইনালে ওঠার স্বপ্নপূরণে সেমিতে আরও দ্রুত দৌড়ানোর চেষ্টার কথা বলেছেন ইমরান। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় বিকালে সেমিফাইনালে নামবেন ইমরান। ফাইনালও হবে কাল রাতে। ইমরানের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। বছরের শুরুতে এশিয়ান ইনডোর চ্যাম্পয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন ইমরান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।