ঢাকাTuesday , 9 July 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সেমিফাইনালে আর্জেন্টিনার একাদশে আসছে পরিবর্তন!

Sahab Uddin
July 9, 2024 1:20 am
Link Copied!

কোপা আমেরিকার ফাইনালের টিকিট পেতে কঠোর অনুশীলনে ব্যস্ত আর্জেন্টিনা। কানাডার বিপক্ষে সেমিফাইনালে একাদশে পরিবর্তন করতে পারেন কোচ লিওনেল স্কালোনি। এদিক সমালোচনার মুখে ব্যর্থ ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। আর ইউরোতে সেমির আগে উজ্জীবিত গ্যারেথ সাউথগেটের ইংল্যান্ড।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা; কোপা আমেরিকাতেও উড়ছে লিওনেল মেসির দল। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলবিসিলেস্তে। সেমিতে প্রতিপক্ষ কানাডা; মাঠে নামার আগে উজ্জীবিত ওরা। তবে ফুটবলারদের মত কোচ লিওনেল স্কালোনি নেই স্বস্তিতে।

কী হবে সেরা একাদশ এনিয়ে আর্জেন্টাইন কোচের ভাবনা। মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে শুরুর একাদশে নাও দেখা যেতে পারে। শতভাগ ফিট নন মার্কো আকুনা। নামের বিচারে প্রতিপক্ষ পিছিয়ে থাকলেও সাবধানী লিওনেল স্কালোনি। লিওনেল মেসি ও দি মারিয়াকে একসঙ্গে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন আর্জেন্টিনার কোচিং স্টাফরা। তবে সিদ্ধান্ত বদলে সেমিফাইনালে কানাডার বিপক্ষে হয়তো দুজনকেই মাঠে নামাতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিকে হারের দায় নিলেও সমালোচনায় পুড়ছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। কোপার কোয়ার্টার ফাইনাল থেকে সেলেসাওদের বিদায়ে সমর্থকদের কাঠগড়ায় এ ট্যাকটিশিয়ান। টুর্নামেন্টে বাজে ফুটবল প্রদর্শনী পরও আগামীতে ভালো করার প্রতিশ্রুতি ব্রাজিল কোচের।

ইউরোয় টানা দ্বিতীয় ফাইনাল খেলার স্বপ্নে বিভোর ইংল্যান্ড। সুইজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে ইংলিশরা। শেষ চার খেলার আগে কৌশল সাজাতে ব্যস্ত কোচ গ্যারেথ সাউথগেট। তবে ফুটবলাররা উৎফুল্ল। জিম আর সুইমিং পুলেও পিকফোর্ড, বেলিংহ্যামদের ব্যস্ততা। আবার জার্মানদের শহরে সাইকেল নিয়ে বের হয়েছে ইংলিশরা। নেদারল্যান্ডস ম্যাচের আগে যতটা নির্ভার থাকা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।