চলতি বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়িয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর। এরই মধ্যে শুরুর হয়েছে পরবর্তী আসরের প্রস্তুতি। ২০২৫ সালের বিপিএল প্লেয়ার্স ড্রাফট কবে হবে সেই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (১ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। এ সময় বিপিএল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ করেছি। বেশিরভাগ জানিয়েছে তারা থাকছে, দুই-একটা দল এখনো আমাদের জানায়নি। তারা জানালে পরবর্তীতে কী করণীয় আমরা করবো।’
প্লেয়ার্স ড্রাফট প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, ‘ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করা হয়েছে ড্রাফটের জন্য এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করবো। প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে হতে পারে।
বিপিএলের সময়সূচি প্রসঙ্গে সুজন বলেন, ‘এফটিপিতে আমাদের যে কমিটমেন্ট থাকে বা আইসিসির মেজর ইভেন্টে আমাদের যে কমিটমেন্ট থাকে, তার সঙ্গেই আমরা এডজাস্ট করি। যদি কোনো ক্ষেত্রে ফাইন টিউনিং প্রয়োজন হয়, সেটা আমরা করে নেব।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।