টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচ খেলার জন্য সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচশেষ করার পরই ছিল ফ্লাইট ধরার তাড়া।
যদিও বিলম্বে ছেড়েছে ফ্লাইট। যে কারণে সেন্ট ভিনসেন্টে সময়মতো পৌঁছাতে পারেনি বাংলাদেশ। একই ফ্লাইটে ছিল দক্ষিণ আফ্রিকাও।
সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচ ১৩ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ১৭ জুন মুখোমুখি হবে নেপালের। দুটি ম্যাচে জিতলেই সুপার এইটে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে টাইগারদের।
২ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের দুইয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। তিন ম্যাচের সবকটিতে জিতে আগেই সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। গ্রুপের শেষ ম্যাচে আগামী ১৫ জুন নেপালের মুখোমুখি হবে তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।