টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে অ্যান্টিগা ছেড়ে সেন্ট ভিনসেন্ট গেলো বাংলাদেশ ক্রিকেট দল। অবশ্য প্রথম দুই ম্যাচ অস্ট্রেলিয়া এবং ভারতের কাছে হেরে যাওয়ায় এরআগেই টুর্নামেন্ট থেকে বিদায় ঘন্টা বেজে যায় বাংলাাদেশে।
গ্রুপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার পরাজয়ে সেমিফাইনালে যাওয়ার লড়াইটা বেশ জমে উঠেছে। নিজেদের শেষ ম্যাচে শান্ত-সাকিবরা যদি আফগানদের হারাতে পারেন আর অস্ট্রেলিয়া যদি ভারতের কাছে হেরে যায়, তবে টাইগাররাও বিশ্বকাপের সমেরি টিকিট পেতে পারেন। তার জন্য অবশ্য বহু যদি-কিন্তু উত্তর মেলাতে হবে বাংলাদেশকে।
মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে খেলাটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।