২ উইকেটে ছিল ১৮০ রান। মনে হচ্ছিল, সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে বড় সংগ্রহই গড়বে বাংলাদেশ। সেই দলটিই এখন টেনেটুনে কোনোমতে তিনশ পার করেছে। ৯ উইকেটে ৩১০ রান নিয়ে শেষ করেছে প্রথম দিন।
বাংলাদেশের ব্যাটারদের তাড়াহুড়োর দিনে যা একটু টেস্ট ব্যাটিং করেছেন মাহমুদুল হাসান জয়। ১৬৬ বল খেলা এই ওপেনারের সেঞ্চুরি করারও সুযোগ ছিল। কিন্তু ৮৬ রানে থামতে হয় তাকে। এরপরের ব্যাটারদের মধ্যে শান্ত, মুমিনুল, দিপু, সোহানরা সেট হয়েই আউট হয়েছেন।
সবমিলিয়ে আক্ষেপের দিন কিনা? দিন শেষে দলের প্রতিনিধি হয়ে আসা মাহমুদুল হাসান জয় বললেন, ‘হ্যাঁ অবশ্যই। দেখেন আমারও কিন্তু বড় ইনিংস করার সুযোগ ছিল। দুর্ভাগ্যবশত মিস করে ফেলছি। ওপেনার হিসেবে প্রতিদিন আমার যে সুযোগ আসে না সেট হওয়ার বড় স্কোর করার। আজকে সুযোগ ছিল, মিস হয়ে গেছে।’
তবে নিজের সেঞ্চুরি নিয়ে আক্ষেপ থাকলেও দল খারাপ পজিশনে আছে, মানতে নারাজ জয়। তার কথা, ‘সবাই মোটামুটি ভালো স্টার্ট করছিল বাট ইনিংসটা বিল্ড আপ করতে পারে নাই। আক্ষেপের ব্যাপার। আরেকটা ব্যাপার হলো আমাদের স্কোরবোর্ডে ৩০০ রান আছে। এখনও একটা ভালো পজিশনে আছি।’
তবে কি এই রানেই কি সন্তুষ্ট দল? জয় জানালেন, ‘আমাদের তো পরিকল্পনা ছিল ৩৫০-৩৮০ রান হলে খুব ভালো হতো। কিন্তু দুর্ভাগ্যজনকবশত হয় নাই। আমরা এখন চেষ্টা করব যে, ওই রানের মধ্যে যে আমাদের কোয়ালিটি স্পিনার আছে; ভালো জায়গায় যদি বোলিং করতে পারে, ইনশাল্লাহ ওদের কম রানে অলআউট করা সম্ভব।’
ভালো উইকেট ছিল, বাংলাদেশের ব্যাটাররা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেনি। এটা কি ব্যাটারদের ভুল নয়? জয় অবশ্য সেভাবে দেখছেন না। তার কথা, ‘না দেখতে যতটা ইজি, ততটা ইজিও না। মাঝেমধ্যে টার্ন করে। আমাদের স্পিনাররা যদি ভালো করে তাহলে দেখা যাচ্ছে ওদের আমরা খুব কম রানে অলআউট করতে পারব। হতে পারে একটা দিন। সবাই তো আর সবদিন রান করবে না।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।