সাদমান ইসলামকে যেন ভুলতেই বসেছিল সবাই। আন্তর্জাতিক ক্রিকেটে একরকম ব্রাত্য হয়ে পড়েছিলেন। দুই বছর পর জাতীয় দলের জার্সিতে খেলতে নেমে সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন। নার্ভাস নাইনটিতে কাটা পড়েন শেষ পর্যন্ত। মোহাম্মদ আলীর বলে ব্যক্তিগত ৯৩ রানে বোল্ড হয়ে ফেরেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২০১ রান। ১৭ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিমের সঙ্গে ক্রিজে আছেন সাকিব আল হাসান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।