চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই আঘাত পেয়ে মাঠ ছাড়েন লঙ্কান ব্যাটার দানুশকা গুনাথিলাকা। টাইগার পেসার আল-আমিনের বল বুঝে ওঠার আগেই সজোরে হাঁকাতে চেয়েছিলেন তিনি। পরে ইনসাইড এজে হেলমেটে লাগে বল। দেখা যায়, তার গাল থেকে রক্ত বের হচ্ছিল। ফলে খেলার মতো অবস্থায় না থাকায় মাঠ ছাড়েন তিনি।
এরপর এই ব্যাটারকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে গুনাথিলাকা ফিরে এসেছেন ম্যাচ শেষ হওয়ার আগে। ততক্ষণে অবশ্য চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৬ উইকেটে হেরে গেছে তার দল। গুনাথিলাকার অবস্থা কেমন? জানতে চাইলে দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত জানান, ওর আপডেট এখন ভালো। মাঠে ব্যাক করেছে। সেলাই লেগেছে ২০-২২ টার মতো।
দুর্দান্ত ঢাকার পরের ম্যাচ আগামী ২৭ জানুয়ারি। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তাদের মাঠে লড়বে ঢাকা। এ ম্যাচে কি গুনাথিলাকাকে পাওয়া যাবে? উত্তরে মোসাদ্দেক বলেন, এখন তো দেখলাম যে ভালো ওর অবস্থা। কথা বলতেছে। আশা করা যায় আগামী ম্যাচ থেকে খেলবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।