সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্ব শুরু করতে যাচ্ছে বাংলাদেশ যুব দল। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে বুধবার (৩১ জানুয়ারি) নেপালের মুখোমুখি হবে রাব্বি-আমিনরা। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়ে সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। ভারতের কাছে ৮৪ রানে হেরে টুর্নামেন্ট শুরু করলেও, পরের দুই ম্যাচে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। ১টি হার ও ২টি জয়ে ৪ পয়েন্ট পায় তারা। এই গ্রুপ থেকে ভারত পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ও আয়ারল্যান্ড ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় দল হিসেবে সুপার সিক্সে উঠে।
সেমিফাইনালে খেলতে হলে সুপার সিক্সে দুই ম্যাচে জয়ের সঙ্গে ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ডের হারের প্রত্যাশা করতে হবে বাংলাদেশকে। সুপার সিক্সে দুই গ্রুপের সেরা দু’দল সেমিফাইনালে খেলবে। সুপার সিক্সের গ্রুপ-২ এ আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী ৩ ফেব্রুয়ারি বেনোনিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।