অল্প রানের পুঁজি নিয়ে লড়াই করেও যে ম্যাচ জয় করা যায়- সেটিই প্রমাণ করলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। পাকিস্তান নারী দলকে মাত্র ১৭০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। টাইট বোলিংয়ে পাকিস্তানের মেয়েদেরকে ১৬৯ রানে অলআউট করে দেয় নিগার সুলতানার দল। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে জয় পায় বাংলাদেশই।
মঙ্গলবার (৭ নভেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ম্যাচ টাই করে পাকিস্তান।
সুপার ওভারে এক বাউন্ডারিতে দুই উইকেট হারিয়ে ৭ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৪ বলে ৬ রান করে ফেলে বাংলাদেশ।
পঞ্চম বলে সোবহানা মুস্তারির উইকেট হারানোর কারণে শেষ বলে প্রয়োজন ছিল ২ রান। ওই বলে নিগার সুলতানার দুর্দান্ত চারে জয় পায় বাংলাদেশ। ফলে সিরিজে ১-১ সমতায় ফেরে নারী ক্রিকেটাররা।
এর আগে বাংলাদেশের দেওয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিলো পাকিস্তান। বিনা উইকেটে ৪১ রান সংগ্রহ করে তারা। এরপর ৭ উইকেটে রান করেছিল ১৫৩। তখন মনে হয়েছিল ম্যাচটি পাকিস্তানই জিতবে; কিন্তু পরের তিন ওভারের মধ্যেই অলআউট হয়ে যায় নিদা দারের দল। ইনিংসের এক বল বাকি থাকতে ১৬৯ রানেই থামে সফরকারিরা। যে কারণে ম্যাচ টাই হয়।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ১৮ বলে ১২ রান করে মুর্শিদা খাতুন সাজঘরে ফেরার পরই যেন খোলসে ঢুকে পড়ে স্বাগতিকরা। রান না তুলে উইকেট বাঁচাতে মনোযোগ দেয়।
সোবহানা মোস্তারি ৩৫ বলে করেন ১৬। ফারজানা হকের ব্যাট থেকে ৪০ রান আসে ৮৮ বল খেলে। এরপরের ব্যাটাররা তেমন সুবিধা করতে পারেননি।
তাই এক প্রান্ত ধরে লড়াই চালিয়ে যান অধিনায়ক নিগার সুলতানা। ১০৪ বলে ৫৪ রান করে তিনি ইনিংসের এক বল বাকি থাকতে আউট হন। পাকিস্তানের সাদিয়া ইকবাল আর নাসরা সান্ধু নেন দুটি করে উইকেট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।