চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। শেষের পথে গ্রুপ পর্বের ম্যাচ। ইতোমধ্যে সুপার এইটের জন্য রাখা ৮টি স্থানে ৬টি দল জায়গা করে নিয়েছে। বাকি রয়েছে দুটি দল। যার জন্য মাঠে লড়াইয়ে রয়েছে ৩টি দল। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের যাত্রা শেষ হয়েছে আগের আসরের রানার্সআপ পাকিস্তানের।
শুক্রবার (১৪ জুন) এ গ্রুপে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের। এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল পাকিস্তানের জন্য। কেননা ম্যাচটিতে আইরিশরা জয়লাভ করলে সুপার এইটে যাওয়ার স্বপ্ন টিকে থাকত। কিন্তু বেরসিক বৃষ্টির কারণে তা আর মাঠে গড়াতে পারেনি। তাই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু’দল। এতে ৪ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে ভারতের পর এ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলতে আসা যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে নিশ্চিত হয় সুপার এইটের ষষ্ঠ দলের অংশগ্রহণ।
গ্রুপ এ থেকে ভারত ও যুক্তরাষ্ট্র, গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া, গ্রুপ সি থেকে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকা সুপার এইট নিশ্চিত করেছে। এখন গ্রুপ বি ও গ্রুপ ডি থেকে একটি করে দল সুপার এইটে খেলার সুযোগ পাবে। এই দুটি জায়গার জন্য লড়াইয়ে রয়েছে চারটি দল। গ্রুপ বি’তে লড়াইয়ে রয়েছে স্কটল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং গ্রুপ ডি থেকে লড়াইয়ে রয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।
ইংল্যান্ড তার শেষ ম্যাচ খেলবে নামিবিয়ার বিপক্ষে, যেটি হবে আজ রাত ১১টায়। স্কটল্যান্ড তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। যেটি মাঠে গড়াবে আগামীকাল রোববার (১৬ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ নেপাল, যেটি হবে সোমবার (১৭ জুন) ভোর সাড়ে ৫টায় এবং নেদারল্যান্ডসের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যেটি হবে সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।