জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সুনামগঞ্জ : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ঐতিহ্যবাহী গ্রামবাংলার কুস্তি খেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের সিরাজপুর পেটনা মাঠে জাঁকজমক পূর্ণ ভাবে শনিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর বাগগাঁও ও উলাসনগর গ্রামের সাথে পাশ্ববর্তি জামালগঞ্জ উপজেলার মোড়ারবন গ্রামের মধ্যে প্রাচীনতম গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী কুস্তি খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটি উপভোগ করার জন্য দুই উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৭/৮ হাজার দর্শক উপস্থিত হয়।
স্থানীয় সুত্রে জানাযায়,প্রাচীন রীতি অনুযায়ী খেলার আগের দিন বিকেলে খেলোয়াড় ও দাওয়াতি মেহমানরা চলে আসেন সিরাজপুর বাগগাঁও ও উলাসনগর গ্রাম। আগত শত শত দাওয়াতি মেহমানদের সাদরে গ্রহন করে অতিথি আপ্যায়ন ও সেবা যতেœর পর পরের দিন সকালের খাবারের পরে শুরু হয় কৃস্তি খেলা। প্রথমে ছোটদের (পন্নোয়ার) খেলা পরে ছানি দাগ ও সর্বশেষে দাগ (মালের) খেলা অনুষ্ঠিত হয়। এই কুস্তি খেলার পাশা পাশি ভ্রাতৃত্ব মনোভাব ও পারস্পরিক বন্ধুত্ব মনোভাবের সেতুবন্ধন হিসেবে প্রাচীন আমল থেকে এ খেলার মাধ্যমে মনে প্রানে লালিত হয়ে আসছে। হারজিত যাই হোক তাতে যায় আসে না। খেলা ও স্ইে সাথে আনন্দটাই সব চেয়ে বড় কথা।
দাওয়াতি কুস্তি খেলায় সিরাজপুর বাগগাঁও ও উলাসনগর গ্রাম বনাম মোড়ারবন গ্রামের মধ্যে অনুষ্টিত খেলায় সিরাজপুর বাগগাঁও ও উলাসনগর গ্রাম জয়ী হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান,বংশ পরম পরায় আমাদের গ্রামে কুস্তি খেলা চলে আসছে। এতে করে এক গ্রামের সাথে অন্য গ্রামের বন্ধুত্বপূর্ন সুসম্পর্ক জোরালো হয়। আধুনিক সমাজ ব্যবস্থায় কুস্তি খেলা ত একবারেই শহরে হয় না। গ্রামেই এখনও ঐতির্হবাহী খেলাটি চলছে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে। খেলার আয়োজনে সিরাজপুর বাগগাঁও ও উলাসনগর গ্রামে উৎসব মুখর পরিবেশ বিরাজ করেছিল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।