চন্ডিকা হাথুরুসিংহে স্বৈরাচারী, অন্য কোচদের স্বাচ্ছন্দে কাজ করতে দেন না; বাস্তব অভিজ্ঞতা থেকে এমন অভিযোগ তুলেছেন খালেদ মাহমুদ সুজন। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হাথুরুর সঙ্গে চুক্তি নবায়ন করবে না বিসিবি। এমন গুঞ্জন সত্য হলে জাতীয় দলের দায়িত্ব নিতে চান সুজন। তবে বাঙালি বলে বিসিবি সে সুযোগ দেবে কি না, তা নিয়ে সন্দিহান এই বোর্ড পরিচালক।
খালেদ মাহমুদ সুজন বলেন, সুযোগ আসলে অবশ্যই নেবো। তবে আমি মনে করি না সুযোগ আসবে। দেশি কোচদের একবার সুযোগ দিয়ে তো দেখতে পারে, এক বা দুই বছরের জন্য। গত দু-এক বছরে এমন না যে বাংলাদেশ বিশ্ব সেরা দল হয়ে গেছে।
তিনি আরও বলেন, কোথায় আমরা পিছিয়ে আছি? আমরা বাঙালি বলে? আপনি যদি এখন বলেন আমাদের অভিজ্ঞতা নেই, তাহলে আমাদের সারা জীবনও অভিজ্ঞতা হবে না। একবার সুযোগ দিয়ে দেখতে হবে আমরা পারি কি না। হাথুরুসিংহে একটু বদরাগী, এটা হতেই পারে। এখন ওনি খুব বেশি প্রভাব বিস্তার করতে চায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।