নানা সমালোচনা সঙ্গী করে শেষ হয়েছে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ। রাজধানীর এক পাঁচতারকা হোটেলে সোমবার (৬ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। বাকি দুজন পরিচালক আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাচনে। সন্ধ্যা ৬টা নাগাদ ঘোষণা করা হবে নির্বাচনের ফলাফল।
‘বি’ ক্যাটাগরিতে মোট ৭৬ জন ভোটার। তবে সেখানে ভোট দিয়েছেন মাত্র ৪৩ জন কাউন্সিলর। তাদের মধ্যে ৩৪ জন ই-ভোট দিয়েছেন এবং সশরীরে এসে ভোট দিয়েছেন ৯ জন। অর্থাৎ ৩৩ জন ভোট দেননি।
এদিকে ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জনের মধ্যে ৪২টি ভোট কাস্ট হয়েছে। ৫ ই-ভোট এবং ৩৭ জন সশরীরে ভোট দিয়েছেন। মাত্র একজন ভোট দিতে আসেননি।
রাজশাহী বিভাগে ভোট ছিল ৯টি, তবে সেখানে ভোট পড়েছে ৭টি। এর মধ্যে ৬ জন ই-ব্যালটে এবং একজন সশরীরে ভোট দিয়েছেন। রংপুর বিভাগে ৯ ভোটের মধ্যে মাত্র ৫টি ভোট পড়েছে। যেখানে তিনটি ই-ব্যালটে এবং দুইজন সশরীরে ভোট দিয়েছেন।
এদিকে জানা গেছে, প্রাথমিক ফলাফলে ৩৫ ভোট পেয়ে ‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।
প্রাথমিক ফলাফল
‘সি’ ক্যাটাগরি
খালেদ মাসুদ পাইলট- ৩৫ ভোট
দেবব্রত পাল- ৭ ভোট
বিসিবি নির্বাচনে কোন ক্যাটাগরি ও বিভাগে কত ভোট পড়েছে:
‘বি’ ক্যাটাগরিতে মোট ভোট- ৭৬
ই ভোটের সংখ্যা- ৩৪টি
সশরীরে ভোটের সংখ্যা- ৯টি
ভোট দেননি- ৩৩ জন
‘সি’ ক্যাটাগরি মোট ভোট- ৪৫
ই ভোটের সংখ্যা- ৫টি
সশরীরে ভোটের সংখ্যা- ৩৭টি
ভোট দেননি- ৩ জন
রাজশাহী বিভাগে মোট ভোট- ৯
ই ভোটের সংখ্যা- ৬টি
সশরীরে ভোটের সংখ্যা- ১টি
ভোট দেননি- ২ জন
রংপুর বিভাগে মোট ভোট- ৯
ই ভোটের সংখ্যা- ৩টি
সশরীরে ভোটের সংখ্যা- ২টি
ভোট দেননি- ৪ জন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।

