ঢাকাSunday , 29 December 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সিলেটের হয়ে ২২ গজে ঝড় তুলতে ঢাকায় এলেন ক্যারিবিয়ান দৈত্য

BDKL DESK
December 29, 2024 10:29 pm
Link Copied!

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার রাহকিম কর্ণওয়াল। ১৪০ কেজি ওজনের এই বিশাল ক্রিকেটারের ঢাকায় আগমনে সৃষ্টি হয়েছে বেশ আলোড়ন। রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় হোটেল ওয়েস্টিনে চেক-ইন করতে এসে তিনি হাতে নিয়েছিলেন ‘মুগুর’ সদৃশ একটি ব্যাট, যা চ্যাম্পিয়ন লেখা সাদা পোশাক পরিহিত কর্ণওয়ালকে আরও ভীতিপূর্ণ করে তোলে।
সিলেট স্ট্রাইকার্স তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি মজার রিলস পোস্ট করেছে, যেখানে ক্যাপশন দেয়া হয়েছে, ‘তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য।’ কর্ণওয়াল সিলেটে যোগ দেয়ার সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটি আরও কয়েকজন বিদেশি ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে। যেমন- পল স্টার্লিং, সামিউল্লাহ শেনওয়ারি ও রিস টপলি। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, জাকির হাসান ও আরাফাত সানি।

এর আগেও সিলেট স্ট্রাইকার্স কর্ণওয়ালকে নিয়ে একটি পোস্ট করেছে, যেখানে লেখা ছিল, ‘আগুনের স্ফুলিঙ্গ থেকে শুরু হবে ঝড়। আর অপেক্ষা নয়-রাহকিম কর্নওয়াল আসছেন প্রথমবারের মতো স্ট্রাইকার্সের হয়ে সব উড়িয়ে দিতে।’

এবার বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে কর্ণওয়াল তার প্রথম মৌসুম শুরু করতে প্রস্তুত। তার আগমনে দলটির সমর্থকরা ভয়ংকর এক তুফানের জন্য প্রস্তুত রয়েছে।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।