নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। এরপরে সিরিজ জয়েরও সুযোগ এসেছিল টাইগার বাহিনীর সামনে। তবে সিরিজের শেষ ম্যাচ হেরে সেই সুযোগ হাতছাড়া করে নাজমুল হোসেন শান্তর দল। এ দিকে ১-১ এ ড্র হওয়া সিরিজে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে শরিফুল ইসলামের হাতে।
রোববার (৩১ ডিসেম্বর) ভোর ৬টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১০ রানে শেষ হয় টাইগারদের ইনিংস। এরপরে ১৪.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান তুলে নিউজিল্যান্ড এবং তখনই শুরু হয় বৃষ্টি। পরে ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে জয় পায় কিউইরা।তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর তৃতীয় ও শেষ ম্যাচে নিউজিল্যান্ড জয় পেলে ১-১ ব্যবধানে সিরিজ ড্র হয়। এই সিরিজে ৩ ম্যাচে ৬ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম।
টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৩ উইকেট পেয়েছিলেন শরিফুল। দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হলেও তিনি পেয়েছিলেন ১ উইকেট। আর শেষ ম্যাচে ২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির খাতায় নাম লেখান এই টাইগার পেসার।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।