প্রথম ওয়ানডেতে নিশ্চিত জেতা ম্যাচ হেরে গেছে বাংলাদেশ। আজ শনিবার সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের। ১-১ সমতায় ফিরতে এই ম্যাচে জিততেই হবে নাজমুল হোসেন শান্ত দলের। শারজায় গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এর আগে প্রথম ওয়ানডেতে ৯২ রানে হেরেছিল বাংলাদেশ। আফগানদের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় এক পর্যায়ে শান্তদের রান ছিল ২ উইকেটে ১২০ রান। এরপর আফগান স্পিনার গজনফারের ঘূর্ণিতে খেই হারিয়ে ৩৪.৩ ওভারে মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
শেষ দিকে মাত্র ২৩ রানে ৮ উইকেট হারায় লাল-সবুজ জার্সিধারীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।