ঢাকাTuesday , 24 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সিরিজ নির্ধারণী ম্যাচে একাদশে ফিরছেন মিরাজ

BDKL DESK
June 24, 2025 5:30 pm
Link Copied!

শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে গলে। ব্যাটারদের দুর্দান্ত পারফর্ম্যান্সে ম্যাচটি ড্র করেছে টাইগাররা। ফলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া কলম্বো টেস্ট হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচ।

এদিকে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যাকার গল টেস্টে টাইগারদের দলে ছিলেন না মেহেদী হাসান মিরাজ। অসুস্থতার কারণে খেলা হয়নি তার। তবে টাইগার এই অলরাউন্ডার সুস্থ হয়ে ওঠেছেন। আর সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশও খেলতে নামবে মিরাজকে নিয়েই।

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্ট বাংলাদেশের জন্য স্মরণীয় কিছুও হতে পারে। লঙ্কানদের বিপক্ষে ২৭ টেস্ট খেলে এখন পর্যন্ত কেবল ১টিতেই জিততে পেরেছে টাইগাররা। একমাত্র সেই এসেছে ২০১৭ সালে, সেই ম্যাচটিও আবার অনুষ্ঠিত হয়েছিল কলম্বোতেই। একই মাঠে আগামীকাল খেলতে নামবে বাংলাদেশ।

কলম্বোয় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ জিততে পারলে শুধু যে লঙ্কানদের বিপক্ষে আরেকটি টেস্ট জয়ের স্বাদ পাবে বাংলাদেশ, তা নয়, বরং প্রথমবারের মত লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।

দারুণ এই অর্জনের হাতছানি নিয়ে আজ সংবাদ সম্মেলনে টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, একাদসঘে ফিরছেন মিরাজ। তিনি বলেন, ‘মিরাজ যে কাল খেলবে, সেটা দেখে আপনি নিশ্চিত। সে বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার। তার অন্তর্ভুক্তি ব্যাটে-বলে দলের শক্তি বাড়াবে।মিরাজের যে কাজ সেটা তো সে করবেই। বাকিদেরও দায়িত্ব নিতে হবে।’

কলম্বোর স্পিন সহায়ক উইকেটে কেমন হবে বাংলাদেশের একাদশ? এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘উইকেট যেমনই হোক, প্রথমে মানিয়ে নিতে হয়। গল টেস্টে নাঈম ভালো করেছে। তাকে একাদশ থেকে বাদ দেওয়া কঠিন। তবে দলের জন্য যেটা ভালো হবে, সেই সিদ্ধান্ত নেব।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।