ঢাকাMonday , 13 March 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সিরিজ জয় শেষ এবার হবে বাংলাওয়াশ

parag arman
March 13, 2023 12:54 pm
Link Copied!

ইংল্যান্ডকে টানা দুই ম্যাচে পরাজিত করে টি-টোয়েন্টি সিরিজ ইতোমধ্যেই জিতে নিয়েছে বাংলাদেশ। তাতে সবকটি’ টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জেতার কোটা পূরণ করেছে টাইগাররা। এবার তাদের সামনে ইংলিশদের হোয়াইটওয়াশ করার হাতছানি। সেই লক্ষ্য বাস্তবায়ন নিজেদের সেরাটা দিতে প্রস্তুত সাকিব-বাহিনী।

এখন আর কোনো দল বাকী নেই। টার্গেট পুরোপুরি পুরণ হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সিরিজ জয় ছিলো না শুধুমাত্র ইংল্যান্ডের বিপক্ষেই। টি-টোয়েন্টিকে উপলক্ষ্য বানিয়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ধরাশায়ী করার পাশাপাশি এবার হোয়াইটওয়াশ করার হাতছানি টাইগারদের। কোনো না কোনো সংস্করণে বাংলাদেশের কাছে সিরিজ হারেনি এমন কোনো দল রইলোনা আর। তাতে স্বপ্নপূরণের আনন্দ থাকলেও, বেশি উইকেট হারানোর অতৃপ্তি রয়ে গেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের।

বাংলাদেশের অর্জনের পাশাপাশি অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের ক্যারিয়াওে মুকুটেও যোগ হয়েছে সাফল্যের পালক। মাশরাফি বিন মোর্ত্তুজার ১০ ম্যাচ জয়ের রেকর্ডকে টপকে নিজেকে ১১ জয়ের অধিনায়কে পরিণত করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ১৬টি ম্যাচে জয়ের রেকর্ড মাহমুদুল্লাহ রিয়াদের।

দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের পকেটে। এবার প্রতিপক্ষকে আরো একবার হোয়াইটওয়াশ করার হাতছানি। এখন পর্যন্ত মোট ১১টি সিরিজ জিতেছিলো টাইগাররা। তবে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে কিংবা সংযুক্ত আরব আমিরাত ছাড়া বড় কোনো দলকে হোয়াইটওয়াশ করতে পারেনি বাংলাদেশ। এবার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার হাতছানি সাকিব আল হাসানের দলের সামনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।