শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে হেরেছে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও শোচনীয়ভাবে হেরেছে টাইগাররা । সিরিজ বাঁচানোর লড়াইয়ে আগামীকাল দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের দল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের সঙ্গে থাকবেন না প্রধান কোচ ফিল সিমন্স।
শনিবার (৫ জুলাই) দুপুরে কলম্বোর টিম হোটেল থেকে লন্ডনের পথ ধরেছেন ৬২ বছর বয়সী ফিল সিমন্স। জানা গেছে, শারিরীক সমস্যার কারণে চিকিৎসা নিতে দুই দিনের ছুটিতে ইংল্যান্ডে গেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে ডাক্তার দেখিয়ে তৃতীয় ওয়ানডের আগেই টাইগার দলের সঙ্গে যোগ দেবেন সাবেক এই ক্যারিবীয় ক্রিকেটার।
এ প্রসঙ্গে টিম ম্যানেজার নাফিস ইকবাল জানান, ‘ব্যক্তিগত কারণে ফিল সিমন্স দু’দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। ফেব্রুয়ারিতেই তার চিকিৎসকের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি থাকায় ওই সময় যেতে পারেননি। এবারের অ্যাপয়েন্টমেন্ট কোনোমতেই মিস করা সম্ভব ছিল না। তিনি চেষ্টা করেছিলেন সময়টা পরিবর্তন করার, কিন্তু সম্ভব হয়নি। এই সফরের আগেও বোর্ডের সঙ্গে সিমন্স পরামর্শ করে পরিকল্পনা করেছিলেন। ইনশা-আল্লাহ ৭ তারিখ (জুলাই) তিনি ফিরে আসবেন।’
এর আগে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের সময় পাকিস্তানে ফিরে গিয়েছিলেন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। এদিকে, প্রধান কোচের অনুপস্থিতিতে দ্বিতীয় ওয়ানডেতে বাড়তি দায়িত্ব নিতে হবে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। এ ছাড়া দলের সঙ্গে আছেন– পেস বোলিং কোচ শন টেইট এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট।
উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার হলেও ফিল সিমন্স ইংল্যান্ডে বসবাস করেন। সেখানে তার পরিবার থাকে। ইংল্যান্ডে পরিবারের সঙ্গে থেকেই ডাক্তারের পরামর্শ নেবেন তিনি। এরপর ৮ জুলাই পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগেই দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। এরপর দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।