পাকিস্তান সফরে ব্যাটে-বলে দুর্দান্ত ঝলক দেখিয়ে সিরিজসেরা হন মেহেদী হাসান মিরাজ। দলের ইতিহাসগড়া সিরিজ জয়ের নায়ক পাকিস্তানে থেকেই ঘোষণা দিয়েছিলেন, এই পুরস্কারের অর্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত একজন রিকশাচালকের পরিবারকে দেবেন।
ঘোষণা অনুযায়ী বুধবার নিহত সেই রিকশাচালকের পরিবারের কাছে প্রাইজমানির অর্থ হস্তান্তর করেছেন মিরাজ। রিকশাচালকের পরিবারের হাতে মিরাজ অর্থ তুলে দিয়েছেন তার মা-বাবার হাত দিয়ে।
আজ নিজের ফেসবুক পেজের এক পোস্টে মিরাজ লিখেছেন, ‘সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিও আমার চোখে পড়েছিল। ভিডিওতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এক রিকশাচালক ভাইয়ের সন্তানের কান্নাজড়িত কণ্ঠের কথাগুলো আমাকে বারবার ভাবিয়ে তুলেছে। সে ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর সংকল্প করেছিলাম। কথা দিয়েছিলাম, পাকিস্তান সিরিজের “ম্যান অব দ্য সিরিজ”-এর পুরস্কারের অর্থ তুলে দেব তাদের হাতে।’
‘অবশেষে পূরণ হলো সেই লক্ষ্য। গতকাল আমার বাবা ও মায়ের হাত দিয়ে এই অর্থ তুলে দিতে সক্ষম হয়েছি আরিয়ান, আরমান ও আমেনার মায়ের হাতে। জানি, হারানো জীবনের তুলনায় এই অর্থ কিছুই নয়। আমার এই সামান্য অর্থে তাদের জীবনকে কিছুটা সহজ করাটাই আমার সার্থকতা।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।