ঢাকাTuesday , 1 July 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সিনিয়ররা না থাকায় নতুনদের জন্য সুযোগ দেখছেন মিরাজ

BDKL DESK
July 1, 2025 10:44 pm
Link Copied!

ওয়ানডের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে যাত্রা শুরু হবে তার। আসন্ন সিরিজ দিয়ে নতুন যুগের সূচনা হচ্ছে বাংলাদেশেরও। আগামীকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

বাংলাদেশ ক্রিকেট বহুল উচ্চারিত পঞ্চপান্ডবের অধ্যায় পেরিয়েছে আরও আগেই। মাশরাফি অবসর না নিলেও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। সাকিব আল হাসানও জাতীয় দল থেকে যোজন যোজন দূরে। তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহ অবসর নিয়েছেন। এবারই সম্পূর্ণ নতুন নেতৃত্বে শুরু হচ্ছে বাংলাদেশের সীমিত ওভারের যাত্রা।

অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাওয়া মেহেদী হাসান মিরাজ মনে করছেন, অভিজ্ঞদের না থাকাটা চ্যালেঞ্জের হলেও এটি তরুণদের জন্য দারুণ এক সুযোগ। কলম্বোয় সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন টাইগার অধিনায়ক।

মিরাজ বলেন, ‘নিঃসন্দেহে আমরা সিনিয়রদের মিস করব। তারা অনেক দিন দেশের হয়ে খেলেছেন। তবে যেহেতু তারা অবসর নিয়েছেন, এটাও মেনে নিতে হবে। তবে এখন যারা দলে এসেছে, তাদের জন্য এটা ভালো সুযোগ। ভালো করলে সামনে স্থায়ী হতে পারবে। আমি মনে করি, দল হিসেবে আমরা ভালো করব।’

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন মুশফিক ও মাহমুদউল্লাহ। এবার তাদের কেউই নেই। তাই তাদের জায়গায় কারা সুযোগ পাবেন, তা নিয়ে ভাবনাচিন্তা করেছেন টিম ম্যানেজমেন্ট। মিরাজ বলেন, ‘আমরা পরিকল্পনা করছি কারা তাদের জায়গায় মানিয়ে নিতে পারে। এই ধরনের রদবদল এক-দুই সিরিজে হয়ে যাবে না। সময় দিতে হবে। একসঙ্গে এত সিনিয়র খেলোয়াড় সরে যাওয়াটা দলের জন্য একটু কঠিন। তবে আমরা চেষ্টা করছি ওই জায়গাগুলোতে উন্নতি আনতে।’

তবে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন সিনিয়র দুই ক্রিকেটারের জায়গা নিতে পারেন তিনি এবং লিটন দাস। সব কিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে লিটনকে। আর ছয় নম্বরে মিরাজকে। ব্যাটিং পজিশন নিয়ে খোলাসা না করলেও এমনটাই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এই দুটো পজিশনকে দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন মিরাজ।

তিনি বলেন, ‘দেখেন, এর আগে বলেছি, আমরা যখন চ্যাম্পিয়নস ট্রফি থেকে এসেছি, ওডিআই খেলেনি এবং দুইটা গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু চলে গিয়েছে, তারা অবসর নিয়ে নিয়েছে, তাঁরা অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল দলের জন্য। দুইটা জায়গা অনেক মূল্যবান দলের জন্য আমার কাছে মনে হয়। আমরা চেষ্টা করবো ওই জায়গাটা যেন যারা অভিজ্ঞ খেলোয়াড় তারা যেন ওই জায়গাটা নিতে পারে। অধিনায়ক হিসেবে আমার কাছে মনে হয় দুইটা জায়গার একটা জায়গা আমি ব্যাটিং করতে পারি। আরেকটা জায়গা হয়তো লিটন দাসকে খেলাতে পারি। কারণ আপনি দেখেন যে, ওখান থেকেই কিন্তু খেলাটাকে বানাতে হয়।’

আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এখন থেকেই দল গোছাতে চায় বাংলাদেশ। মিরাজ মনে করেন, এটা তরুণদের জন্য নিজেকে প্রমাণ করার সেরা সময়। নতুন ওয়ানডে অধিনায়কের ভাষ্যে, ‘বিশ্বকাপের জন্য অনেক সময় হাতে আছে। কিছু নতুন খেলোয়াড় এসেছে, যারা নিজেদের জায়গা তৈরি করতে পারে। আমরা পরিকল্পনা করছি কীভাবে এই সময়ের মধ্যে দলটাকে প্রস্তুত করা যায়।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।