জাতীয় দলের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল উন্নত চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন শনিবার (১২ এপ্রিল)। ফিরেই কালবিলম্ব না করে সরাসরি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন এই তারকা ক্রিকেটার। সে সময় মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড।
গত ২৪ মার্চ ডিপিএলে মোহামেডানের হয়ে খেলার প্রস্তুতির সময় বিকেএসপিতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তামিম। পরপর দুটি হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। দ্রুত তাকে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে এনজিওগ্রাম করে তার একটি ধমনীতে শতভাগ ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে তার শরীরে স্টেন্ট পরানো হয়।
পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে ২৮ মার্চ তামিমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি ৭ এপ্রিল সিঙ্গাপুর যান। সিঙ্গাপুরে তামিমের স্বাস্থ্য সংক্রান্ত নানা পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং সবকিছু সফলভাবেই সম্পন্ন হয়।
দেশে ফেরার পর আজ মিরপুরে এসে তামিম বিসিবির চিকিৎসকদের সঙ্গে তার পরবর্তী চিকিৎসা, রিকভারি প্রক্রিয়া এবং করণীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন। যদিও তামিম এখন মোটামুটি সুস্থ আছেন বলে জানা গেছে, তবে চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
তামিমের চাচা ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান আগেই জানিয়েছেন, সিঙ্গাপুরে সব পরীক্ষা সফলভাবে শেষ হয়েছে এবং তামিমের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আজ মিরপুরে তার উপস্থিতি সেই সুস্থতারই প্রমাণ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।