সিঙ্গাপুর ওপেন আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর তৃতীয় ও শেষ দিনে বাংলাদেশের জিমন্যাস্টরা আরও ছয়টি পদক জিতেছে। প্রথম দিনে তিনটি, দ্বিতীয় দিনে চারটি এবং শেষ দিন রবিবার ছয়টিসহ বাংলাদেশ মোট ১৩টি পদক জিতেছে।
গতকাল উটিং ওয়াং জুনিয়র বিভাগের ভল্টিং টেবিলে স্বর্ণ জিতেছেন। প্রেন্থই ম্রো শেষ দিনেও হাই বার এবং ভল্টিং টেবিলে দুটি রৌপ্য সহ মোট পাঁচটি পদক জিতেছেন। প্রতিযোগিতায় সিনিয়র খেলোয়াড়রাও পদক জয় অব্যাহত রেখেছে। তৃতীয় দিনে রাফিল আহমেদ সিনিয়র হাই বারে রৌপ্য এবং ভল্টিং টেবিলে ব্রোঞ্জ জিতেছেন। রাজিব চাকমাও সিনিয়র ক্যাটাগরিতে হাই বারে ব্রোঞ্জ জিতেছেন।
বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘আমরা গত এক বছর কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করিনি। এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের আগে সিঙ্গাপুর ওপেন খেলোয়াড়দের আত্মবিশ্বাস দেবে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।