ঢাকাSaturday , 15 June 2024
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সিঙ্গাপুরে জয়ে শুরু বাংলাদেশের

Sahab Uddin
June 15, 2024 9:27 pm
Link Copied!

বাংলাদেশ নারী হকি দল অনেক দিন পর দেশের বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলছে। এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ টুর্নামেন্টে বাংলাদেশ শুর সূচনা করেছে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে ৫-৪ গোলে থাইল্যান্ডকে হারিয়েছে। অর্পিতা পাল ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন।

ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই গোল হজম করে বাংলাদেশ পিছিয়ে পড়ে। তিন মিনিটের মধ্যেই ইমা নাদিরার গোলে সমতা আনে বাংলাদেশ। পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে অর্পিতা পাল গোল করলে বাংলাদেশ লিড নেয়। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে ফাতেমাতুজজোহরার গোলে বাংলাদেশ ৩-১ স্কোরলাইনে এগিয়ে থাকে। দ্বিতীয় কোয়ার্টারে থাইল্যান্ড দুই গোল পরিশোধ করে ম্যাচে ৩-৩ সমতা আনে।

বিরতির পর তৃতীয় কোয়ার্টারেও দুই দল একটি করে গোল করে। থাইল্যান্ড ৪২ মিনিটে এগিয়ে গেলে পরের মিনিটেই অপির্তার গোলে সমতা আনে বাংলাদশে। থাইল্যান্ডের মতো বাংলাদেশের চতুর্থ গোলও পেনাল্টি স্ট্রোক থেকে। ম্যাচের শেষ কোয়ার্টারে জয়সূচক গোল করেন কনা আক্তার। কনার গোলে বাংলাদেশ জিতলেও জোড়া গোলদাতা অর্পিতা ম্যাচ সেরা হয়েছেন।

এই টুর্নামেন্টে বাংলাদেশ পুরুষ দলও অংশগ্রহণ করছে। আগের ফিকশ্চারে গতকাল বাংলাদেশ-কম্বোডিয়া ম্যাচ ছিল। পুরুষ বিভাগে কম্বোডিয়া নাম প্রত্যাহার করায় সূচির পরিবর্তন হয়েছে। আগামীকাল পুরুষ দল স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। একই দিন রাতে বাংলাদেশ নারী দলের প্রতিপক্ষ হংকং।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।