ঢাকার ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে বড় এক আনন্দবার্তা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও আন্তর্জাতিক ফুটবল ফিরছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে গ্রুপ ম্যাচে শক্তিশালী সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
এই ম্যাচ ঘিরে দেশের ফুটবল অঙ্গনে বইছে উত্তেজনার ঢেউ। কারণ, এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে কানাডা প্রিমিয়ার লিগে খেলা প্রতিভাবান মিডফিল্ডার সমিত সোমের। তার সঙ্গে মধ্যমাঠে দেখা যেতে পারে ইংল্যান্ডে খেলা আরেক তরুণ তারকা হামজা চৌধুরীকেও। দুই প্রবাসী তারকার এই জুটি মাঠে দেখতে মুখিয়ে আছেন বাংলাদেশের ফুটবল ভক্তরা।
বাফুফে জানিয়েছে, ম্যাচটির টিকিট অনলাইনে ছাড়া হবে আগামী শনিবার, ২৪ মে থেকে। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট। সাধারণ গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ৪০০ টাকা। এছাড়া ভিআইপি ও হসপিটালিটি বক্সের টিকিটের দাম ধরা হয়েছে যথাক্রমে ১,৫০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত।
টিকিট শুধু অনলাইনেই নয়, সরাসরিও পাওয়া যাবে রাজধানীর তিনটি নির্ধারিত বুথে। তবে যেখান থেকেই টিকিট কেনা হোক না কেন, সব ধরনের পেমেন্ট করতে হবে ডিজিটাল মাধ্যমে।
সিঙ্গাপুরের বিপক্ষে এই হাইভোল্টেজ ম্যাচের আগে বাংলাদেশ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে, ৪ জুন। এই ম্যাচের টিকিটও পাওয়া যাবে একই প্ল্যাটফর্মে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।