ঢাকাMonday , 9 June 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সিঙ্গাপুরের বিপক্ষে যে পরিকল্পনায় খেলবেন হামজা

BDKL DESK
June 9, 2025 10:18 pm
Link Copied!

দেশের মাটিতে হামজা চৌধুরীর অভিষেকটা হয়েছে স্বপ্নের মতো। গত ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষেও বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন তিনি। গুরুত্বপূর্ণ এ ম্যাচ নিয়ে বিস্তারিত পরিকল্পনাও করেছেন হাভিয়ের কাবরেরা। হামজা জানান, সিঙ্গাপুরের বিপক্ষে আগ্রাসী ফুটবল খেলতে চায় বাংলাদেশ। এছাড়া তিনি জানিয়েছেন, ভুটানের বিপক্ষে করা গোলটি জীবনের সেরা মুহূর্তগুলোর একটি।

বাংলাদেশের ফুটবলে যে জোয়ার শুরু হয়েছে, সেটি নতুন নয়। দেশের মানুষ সবসময়ই ফুটবলপ্রেমী। তবে হামজা চৌধুরী দলের সঙ্গে যোগ দেওয়াতে পাল্টে গেছে বাংলাদেশ দল। তার সঙ্গে সমিত সোম, ফাহামেদুল ইসলাম আসাতে তো আরও শক্তিশালী হয়েছে জাতীয় দল।
গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। সে ম্যাচেই হয়তো অভিষেক হয়ে যেতে পারতো ফাহামেদুল ইসলামের। তবে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ইতালির লিগে খেলা এই ফুটবলারের। গত ৪ জুন ভুটানের বিপক্ষে ঘরের মাটিতেই লাল-সবুজের জার্সিতে তার অভিষেকটা হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হয়ে যাবে সমিত সোমেরও।
এর আগে গত মার্চে হামজা চৌধুরী দেশে এসেছিলেন খুব অল্প সময়ের জন্যই। তবে এবার এসেছেন লম্বা একটা সময়ের জন্য। তবে হোটেল থেকে খুব বেশি বের হতে পারেন না তিনি। ‘আসলে বেশি বের হতে পারছি না, ট্রেনিং ক্যাম্প আছে, মিটিং আছে। ঈদের দিন, আ…. জুম্মাতেও গেছিলাম ফ্রাইডে-তে। ভালা হইছে, বাট আমি আসলে বেশি বাংলাদেশ দেখছি (দেখি নাই) না।’
সামনে সিঙ্গাপুরের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। এ ম্যাচ নিয়ে হামজা যথেষ্ট সিরিয়াস। ‘আমরা খুব কনফিডেন্স পাইছি (ইন্ডিয়া ম্যাচ থেকে) ফ্রম ইন্ডিয়া গেম। আমরা জানি (আমাদের) আমরার বড় (সুযোগ) চান্স আছে। আমরা দেশের মাটিতে খেলতেছি। আমার টিমের খুব ইমপ্রুভ (উন্নতি) হইছে, সো বড় অপরচুনিটি (সুযোগ) আছে আমাদের সাকসেসফুল (সফল) হওয়ার।’
ভুটানের বিপক্ষে প্রথম গোলটি করেছিলেন হামজা চৌধুরী। সেটিই ছিলো তার প্রথম আন্তর্জাতিক গোল। এ বিষয়ে হামজা বলেন, ‘খুব প্রাউড, আমি আমার বউ আর আমার ফ্যামিলিরে কইছি যে, মেবি দ্য টপ টু প্রাউডিস মোমেন্ট অফ মাই ক্যারিয়ার (হয়তো আমার ক্যারিয়ারের সেরা দুটি মুহূর্ত); অত মানুষ আইয়া ফ্রেন্ডলি গেম দেখছে, আর ম্যাচের আগে যে আইয়া স্টেডিয়ামের বাইরে যে সাপোর্ট করছে। আ… অত ভাল লাগছে, বড় প্রাউড মনে হয়তাছিলো আমার কাছে।’
প্রায় ১০ বছর পর ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এ ম্যাচ নিয়ে পরিকল্পনার কথাও জানিয়েছেন হামজা। ‘আমরা চাই আমাদের দলের দিকে মনোযোগ দিতে। সবাই দেখতে পারে যে আমরা খুব ইমপ্রুভ করতেছি। আমরা টিমে কনসেনট্রেট (মনোযোগ) করতাম, আর একবারে অ্যাগ্রিসিভ (আক্রমণাত্মক) খেলতাম আর ইনশাআল্লাহ ওটা করলে আমরা জিতমু।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।