আগামী ১ ও ৪ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ নারী দলের দু’টি প্রীতি ম্যাচ রয়েছে। আগামীকাল হবে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন। তার আগেরদিন আজ (বুধবার) বাংলাদেশ দল নিজেরা আলাদাভাবে সংবাদ সম্মেলন করেছে। কোচ সাইফুল বারী টিটু এবং অধিনায়ক সাবিনা খাতুন দুজনেই আসন্ন ম্যাচে জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন।
শুধু বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন মানে কর্মকর্তাদের আধিক্য। কোচ-অধিনায়কের বক্তব্যের আগে চার-পাঁচ কর্মকর্তাও বক্তব্য রাখেন। প্রধান কোচ সাইফুল বারী টিটু শুরুতে বলেন, ‘এশিয়ান গেমস থেকে ফেরার পর লেবাননের বিপক্ষে ম্যাচ নিয়ে আমাদের খুব ভালো প্রস্তুতি ছিল। দূর্ভাগ্যজনকভাবে আমরা ওই ম্যাচটা খেলতে পারিনি। ওটা খেলতে পারলে আমাদের অনেক কিছু পাওয়া হতো। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ আয়োজনের জন্য বাফুফেকে ধন্যবাদ।’
সাবিনাদের অনুশীলন ও প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘আমাদের তো নিয়মিত বিরতিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার সম্ভাবনা থাকে কম, সে হিসেবে আমরা এই ধরনের ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকি। প্রতি সপ্তাহে আমি ছয় দিনের ট্রেনিং করিয়েছি, কিন্তু অনুশীলনের বিষয়টি বুঝা যায় ম্যাচের মাধ্যমে।’
প্রতিপক্ষ সিঙ্গাপুর নিয়ে টিটুর মন্তব্য, ‘সিঙ্গাপুর একটু অপরিচিত আমাদের কাছে। ওদের মরোক্কান কোচ করিম বেনচেরিফাকে আমি খুব ভালো করে চিনি। ভারতের মোহনবাগান এবং চার্চিল ব্রাদার্সে কাজ করেছে। মূলত চার্চিল ব্রাদার্সেই ওর সঙ্গে আমার দেখা।’
বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন বলেন, ‘২০১৭ সালে সিঙ্গাপুরের বিপক্ষে আমরা একটি প্রীতি ম্যাচ ৩-০ গোলে হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। আগের চেয়ে আমাদের বর্তমান দল অনেক ভারসাম্যপূর্ণ। টেকনিক্যাল, টেকটিক্যাল ও ফিজিক্যাল সবদিকেই আমাদের উন্নতি হয়েছে। আশা করি দর্শকেরা মাঠে আসবেন এবং দুটি চ্যালেঞ্জিং ম্যাচ দেখবেন।’
কয়েক মাস আগে কমলাপুরে অনুষ্ঠিত নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ জিততে পারেনি। তাই সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের ব্যাপারে তাগিদ অনুভব করছেন সাবিনারা, ‘আমরা গোল করলে দর্শকরাই সবচেয়ে বেশি খুশি হন। দেশের ফুটবলের মান যেন রাখতে পারি, উন্নতির ধারাবাহিকতা রাখতে পারি— সেই চেষ্টাই করব। দেশের মাটিতে খেলা, অবশ্যই জয়ের লক্ষ্য থাকবে।’
সহ-অধিনায়ক মারিয়া মান্দাও একই সুরে বলেন, ‘দেশের মাটিতে খেলার সুযোগ পেয়েছি, তাই সিঙ্গাপুরের বিপক্ষে আমরা সর্বোচ্চটা দিয়ে খেলব। এতদিন যে প্রস্তুতি নিয়েছি, সেটা আমরা ম্যাচ থেকে বুঝতে পারব। কোথায় উন্নতি করতে হবে সেটা দেখে নিতে পারব এসব ম্যাচে। সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচে চেষ্টা করব ভালো খেলার, লক্ষ্য জয় নিয়ে মাঠ ছাড়া।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।