ঢাকাThursday , 2 March 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাহস দিতে ক্রিকেট দলের হোটেলে পাপন

parag arman
March 2, 2023 7:13 pm
Link Copied!

ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে বাংলাদেশ। আজ শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে হারলেই সিরিজ হাতছাড়া। মহারণের আগে তাই ক্রিকেটারদের সাহস জোগাতে বৃহস্পতিবার রাতে টিম হোটেলে হাজির বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে ক্রিকেটারদের মাঠে নামার পরামর্শ দিয়েছেন। ক্রিকেটারদের উজ্জীবিত করতে দিয়েছেন প্রেরণা। মাঠে লড়াই করতে দিয়েছেন সাহস।

সাকিবের অনুরোধে বিসিবি সভাপতি হোটেলে গেলেও সাকিবই সেখানে ছিলেন না। সাকিব গিয়েছিলেন পণ্যের বিজ্ঞাপনে অংশ নিতে।

ক্রিকেটারদের সঙ্গে ব্যস্ত সময় কাটিয়ে নাজমুল হাসান বেরিয়ে যাওয়ার পথে গণমাধ্যমে বলেন, ‘আমার এখানে আসার কারণ একটাই। প্রথম যখন এসেছিলাম, তখন সাকিবকে পাইনি। তাই সাকিবের অনুরোধে দ্বিতীয় দিন আসলাম। আসলে এসেছিলাম ওদের দেখতে ও সাহস দিতে। তবে যে জিনিসটা বলার উদ্দেশ্যটা ছিল, আসলে কয়েকটা দল আছে যাদের সঙ্গে জেতা সহজ না। আমাদেরকে খুব ভালো খেলতে হবে। হারা জিতাটা বড় কথা না, একটু সাহস করে খেলা।’

প্রথম ওয়ানডেতে বোলিংয়ে লড়াই করলেও ব্যাটিংয়ে ভুগেছে বাংলাদেশ। হারের জন্য ব্যাটিং ব্যর্থতাই চোখে পড়েছে নাজমুল হাসানের। তিনি বলেন, ‘আমার জানা মতে তারা পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে সব। আমরা সুযোগও পেয়েছিলাম। সুযোগ সব সময় আসে না। আমাকে যদি বলেন, আমাদের বোলিং ফিল্ডিং খুব ভালো ছিল, প্রায় ১০০ রানের মধ্যে ওদের ৪টা উইকেট চলে যায়। ভালো উইকেট পেয়েছিলাম। জেসন রয়, বাটলার যাদের নিয়ে ভয় বেশি থাকে। সেদিক দিয়ে আমদের বোলিং ও ফিল্ডিং ভাল হয়েছে। পার্থক্য করে দিয়েছে ব্যাটিং।’

২১০ রানের লক্ষ্য তাড়ায় ডেভিড মালান একাই করেন ১১৪ রান। নাজমুল হাসানও মালানের প্রশংসা করেন। তিনি জানান, ‘ওরাও যে ভালো ব্যাট করেছে তা না। পার্থক্য গড়ে দিয়েছে মালান। ওর যে ধৈর্য, এটার কাছে আমরা হেরে গেছি। আমাদের যদি কেউ এমন ধৈর্য দেখাতো যে আমি শেষ করে যাব তাহলে ভাল হতো। মালানকে দেখে মনে হয়েছে ও খেলা না শেষ করে যাবেই না। ওকে দেখে মনে হয়েছে ও আজ আউট হবেই না। এই মানসিকতা একটু ব্যতিক্রম ছিল।’

সাকিবের সঙ্গে দেখা না হলেও ফোনে কথা বলে নেবেন বলে জানান নাজমুল হাসান, ‘সাকিবের সঙ্গে ফোনে কথা হয়েছে। ওর একটু দেরি হবে। ও বলেছিল, ‘‘৯টার পরে আসেন। আমি বললাম দেখ, তুমি যখন কাজে আছ থাক আমার তেমন কিছু বলার নেই। তোমার সঙ্গে রাতে টেলিফোনে কথা বলব।’’ কথা বলার কি আছে, একটু সাহস দেয়া আর কি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।