নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা খাতুনদের এমন সাফল্যের পর ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রতিশ্রুতি অনুযায়ী এবার সেই চেক বুঝিয়ে দিলো বিসিবি।
আজ (বুধবার) বিসিবি সভাপতি ফারুক আহমেদ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এই চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন, ফাহিম সিনহা এবং নারী ফুটবল দলের ম্যানেজার মাহমুদা আক্তার।
গত মাসে নেপালের কাঠমাণ্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় জাতীয় নারী ফুটবল দল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।