ঢাকাSaturday , 28 October 2023
  1. অলিম্পিক এসোসিয়েশন
  2. অ্যাথলেটিক
  3. আইপিএল
  4. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  5. আন্তর্জাতিক
  6. আরচারি
  7. এশিয়া কাপ
  8. এশিয়ান গেমস
  9. এসএ গেমস
  10. কমন ওয়েলথ গেমস
  11. কাবাডি
  12. কুস্তি
  13. ক্রিকেট
  14. টি-টোয়েন্টি বিশ্বকাপ
  15. টেনিস

সাবিনাদের সাবেক কোচে আটকে গেলো মোহামেডান

Sahab Uddin
October 28, 2023 10:29 pm
Link Copied!

বাফুফের নারী ফুটবলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে গোলাম রব্বানী ছোটন বাংলাদেশ সেনাবাহিনীর ফুটবলে সম্পৃক্ত হয়েছেন বেশ কয়েক মাস আগে। শুরুতে তিনি সেনাবাহিনীর মেয়েদের প্রশিক্ষণ দিলেও পরে দায়িত্ব নিয়েছেন প্রতিষ্ঠানটির পুরুষ ফুটবল দলের।

ছোটনের নেতৃত্বেই এবার স্বাধীনতা কাপ খেলতে নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। আর নেমেই প্রথম বড় পরীক্ষায় দারুণ সফল হয়েছেন দেশের এই অভিজ্ঞ ও আলোচিত কোচ।

আজ (শনিবার) রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ছোটনের সেনাবাহিনী ২-২ গোলে রুখে দিয়েছে স্বাধীনতা কাপের সর্বাধিক তিনবারের চ্যাম্পিয়ন মোহামেডানকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল নয় বলে বিদেশিও নেই বাংলাদেশ সেনাবাহিনী দলে। চারজন বিদেশি নিয়ে গড়া মোহামেডানের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে গোলাম রব্বানী ছোটনের দল। এ ড্রয়ে তারা কোয়ার্টার ফাইনালের সম্ভাবনাও টিকিয়ে রাখলো।

ম্যাচে দুইদুইবার এগিয়ে গিয়েছিল সেনাবাহিনী। দুইবারই গোল শোধ করে ম্যাচে ফিরেছে সাবেক চ্যাম্পিয়ন মোহামেডান। সেনাবাহিনীর গোছানো ফুটবল ভয় পাইয়ে দিয়েছিল সাদা-কালো সমর্থকদের। শেষ পর্যন্ত হার এড়িয়েই মৌসুম শুরু করতে পেরেছে মোহামেডান।

নবম মিনিটে ইমতিয়াজের গোলে এগিয়ে যায় সেনাবাহিনী। ২০ মিনিটে আরিফ দারুণ এক গোল করে ম্যাচে ফেরান মোহামেডানকে। ২৪ মিনিটে রনজু গোল করলে দ্বিতীয়বার এগিয়ে যায় সেনাবাহিনী।
সেই গোল শোধ করতে মোহামেডানকে অপেক্ষা করতে হয়েছে ৬৭ মিনিট পর্যন্ত। জাফর ইকবালের গোলে মুখ রক্ষা হয় আলফাজ আহমেদের দলের। আর মোহামেডানের বিপক্ষে ড্র করে জয়ের আনন্দেই ঘরে ফিরে গেছে সেনাবাহিনী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।