ঢাকাWednesday , 26 March 2025
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাফের নতুন সাধারণ সম্পাদক ক্যাটেল

BDKL DESK
March 26, 2025 5:48 pm
Link Copied!

সাফ ফুটবলে দীর্ঘ ১ দশক ধরে সাধারণ সম্পাদকের পদে ছিলেন বাংলাদেশের আনোয়ারুল হক হেলাল। কিছুদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। এবার তার বদলে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই দায়িত্বে আসছেন নেপালের ফুটবল সংগঠক পুরুষোত্তম ক্যাটেল।

দাপ্তরিক কাজে দক্ষণ পুরুষোত্তম ক্যাটেল চলতি বছরের এপ্রিল মাস থেকে কাজ শুরু করবেন। ক্যাটেল পেশাগত জীবনের শুরুতে ক্রীড়া সাংবাদিক ছিলেন। পরবর্তীতে তিনি ফুটবল প্রশাসনে কাজ করেন। এশিয়ান ফুটবল কনফেডারেশনে গভর্নরস বিভাগে এক যুগের বেশি সময় কাজ করেছেন। এএফসি থেকে তিনি এখন সাফের সাধারণ সম্পাদকের পদে যোগ দিচ্ছেন।

সাফ ফুটবলের দায়িত্বে আসার পর ক্যাটেল বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে SAFF-এ সাধারণ সম্পাদক হিসেবে যোগ দিচ্ছি। এটি আমার জন্য একটি বড় সুযোগ এবং একটি চ্যালেঞ্জও। আমি আমার ফুটবল ক্যারিয়ার শুরু করার পর থেকেই দক্ষিণ এশিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। এই অঞ্চলটি একটি চ্যালেঞ্জিং অঞ্চল, তবে একই সাথে এটি একটি উন্নয়নশীল অঞ্চল এবং এখানে অনেক সুযোগ রয়েছে এবং আমি নিশ্চিত যে এই অঞ্চলের ভবিষ্যৎ উজ্জ্বল।’

‘আমি ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন এবং নির্বাহী কমিটির সদস্যদের ধন্যবাদ জানাই আমার ওপর বিশ্বাস রাখার জন্য।’

নেপালের নাগরিক পুরুষোত্তম ক্যাটেলের ফুটবল অভিজ্ঞতা নেহাত কম নয়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। এশিয়ার বিভিন্ন পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা আয়োজন এবং পরিচালনা করেছেন বিগত দিনগুলোতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।