ঢাকাWednesday , 8 November 2023
  1. world cup cricket t20
  2. অলিম্পিক এসোসিয়েশন
  3. অ্যাথলেটিক
  4. আইপিএল
  5. আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
  6. আন্তর্জাতিক
  7. আরচারি
  8. এশিয়া কাপ
  9. এশিয়ান গেমস
  10. এসএ গেমস
  11. কমন ওয়েলথ গেমস
  12. কাবাডি
  13. কুস্তি
  14. ক্রিকেট
  15. টি-টোয়েন্টি বিশ্বকাপ

সাকিব সঠিক কাজ করেছে, এটি ম্যাথিউজের ভুল: মাইকেল ভন

Sahab Uddin
November 8, 2023 1:18 am
Link Copied!

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলা ম্যাথিউজের আউটকে (টাইমড আউট) বিতর্কিত বলে ক্রিকেটমহলে সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সমালোচনা করে বলেছেন, ম্যাথিউজের আউট দেওয়া একটি বিতর্কিত সিদ্ধান্ত, অধিনায়ক হিসেবে সাকিবের এটি করা উচিত হয়নি।

তবে সাকিবের এমন সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’র ম্যাচপরবর্তী আলোচনায় টাইমড আউট নিয়ে আইনে কী বলা হয়েছে তা নিয়ে ভনকে প্রশ্ন করা হয়।

জবাবে তিনি বলেন, ‘আমার মন্তব্য কী, সেটি দিয়ে শুরু করা জরুরি নয়। বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে হলে ক্রিকেটীয় চেতনা বুঝতে হবে।’

ভন বলেন, ‘৫০ ওভারের ক্রিকেটে ড্রেসিংরুমের ডাগআউট থেকে এসে প্রথম বল মোকাবিলার জন্য আপনাকে দুুই মিনিট দেওয়া হয়। অ্যাঞ্জেলা ম্যাথিউজ এখানে আউট হয়েছে। একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে ম্যাথিউজের এটি মাথায় রাখা দরকার ছিল যে, আমি আউট হয়ে যেতে পারি। প্রথম বল মোকাবিলার আগে তার (হেলমেট) স্ট্র্যাপ ছিঁড়ে যায়। এটা ঘটতেই পারে। তার তার আরও স্মার্ট হওয়া দরকার ছিল।’

‘সে সাকিবকে মোকাবিলা করছিল। যে কি না বাঁ হাতি স্পিনার। এতে আঘাত পাওয়ার সম্ভাবনা নেই। তার স্মার্ট চিন্তা করার দরকার ছিল। সে প্রথম বলটি মোকাবিলা করতো। তারপর স্ট্র্যাপ পরিবর্তন করতে পারতো। তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু সে এটি না করে হেঁটে গেলো।’

ভন আরও বলেন, ‘হ্যাঁ, এটি সত্য, সাকিবকে অনেক সমালোচনা শুনতে হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে। বলা হচ্ছে, সে স্পিরিট অব গেম নষ্ট করেছে, এটি খুব অসম্মানজনক। কিন্তু আমি মনে করি, সে সঠিক কাজ করেছে। কারণ এটি খেলার নিয়মের মধ্যেই পড়ে।’

‘অনেক অধিনায়ক হয়তো (এই পরিস্থিতিতে) বলতে পারে, ঠিক আছে সমস্যা নেই। তবে সাকিব তার জায়গা থেকে সঠিক কাজ করেছে। কারণ এটি আইনে আছে। তাই ম্যাথিউজের বোঝা উচিত, এটি আমার ভুল। এখানে স্পিরিট অব গেমের কথা অহেতুক। আম্পায়ার সঠিক কাজ করেছে।’

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার সাইমন ডুল বলেন, ‘আমি ভনের সঙ্গে একমত। ম্যাথিউজ প্রথম বলটি খেলে নিতে পারতো। এটি ম্যাচ অ্যাওয়ারনেসের ব্যাপার। সে তো নতুন খেলোয়াড় নয়। সে তো প্রথমবার বিশ্বকাপ খেলছে না। সে প্রতিপক্ষ অধিনায়ক বা আম্পায়ারের কাছে গিয়ে বলতে পারতো- আমি কি সময় নিতে পারি? যদি না দিতো, তবে সে প্রথম বল খেলে নিতো। আমার মনে হয়, এটি বড় ধরনের ভুল। এখানে স্পিরিট অব ক্রিকেটের কথা আসে না।’
বাংলাদেশের পক্ষ নিয়ে এরপর ভন বলেন, ‘সে (ম্যাথিউজ) সময় নষ্ট করছিল। ম্যাচের সময় যাচ্ছিল। হেলমেট পাল্টাতে কয়েক মিনিট চলে গেলে কে ক্ষতিগ্রস্ত হতো? বাংলাদেশ। কারণ ওভার রেটের একটি ব্যাপার আছে। ম্যাথিউজের জন্য এই আউটটি দুঃখজনক, তবে আমি অধিনায়ক হলেও তা-ই করতাম।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, Bangladesherkhela.com এর দায়ভার নেবে না।